- Home
- West Bengal
- West Bengal News
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
নতুন পদ্ধতিতে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতিতে বদলের জেকে নিয়মবিধিতেও পরিবর্তন অনিবার্য। এবার থেকে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার পরীক্ষায় পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ।

বাড়তি ১০ মিনিট?
নতুন পদ্ধতিতে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতিতে বদলের জেকে নিয়মবিধিতেও পরিবর্তন অনিবার্য। এবার থেকে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার পরীক্ষায় পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র পড়ার জন্যই এই সময় দেওয়া হবে।
বিকাশ ভবনে প্রস্তাব
যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর বিকাশ ভবনে এই বিষয়ে প্রস্তাব পাঠান হয়েছে। বিকাশ ভবন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই এই বিষয়ে বাড়তি সুবিধে পাবেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র পড়ার জন্য যদি অতিরিক্ত ১০ মিনিট দেওয়া হয় তাহলে পড়ুয়া বা পরীক্ষার্থীদের অনেকটাই সুবিধে হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে পরীক্ষা। তৃতীয় সেমেস্টার হবে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সময় দুপুর ১টা থেকে সোয়া ২টো পর্যন্ত।
প্রশ্নপত্র হাতে
সকাল ১০টার পরীক্ষার্থীরা ৯টা ৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।
পড়ুয়াদের দাবি
যদিও প্রশ্নপত্র পড়ার জন্য নয়, পরীক্ষায় লেখার সময় বাড়ানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের। সম্প্রতি শেষ হওয়া উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বেশ কিছু বিষয়ের পরীক্ষায় সময়ের অভাব হওয়ার অভিযোগ করেছিল পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যায় পড়েছিল তারা।

