- Home
- West Bengal
- West Bengal News
- শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট
শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট
বঙ্গে এসআইআর প্রক্রিয়ার কাজ শেষ হওয়ার পর প্রায় ৫৮ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট সহ একাধিক কারণে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে।

গতকাল বঙ্গে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণ, জমা ও আপলোডের কাজ শেষ হল। এদিন রাত ১২টা বাজলে এই প্রক্রিয়া আর কাজ করবে না বলে আগেই জানা গিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল বৃহস্পতিবার রাত ১২টা বাজলে বন্ধ হয়ে যাবে সিস্টেম। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া অনুসারে জেনে নিন এই রাজ্যে কতজনের নাম বাদ পড়ল।
সূত্রে পাওয়া তথ্য বলছে, এই রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ জনের নাম বাদ গিয়েছে। এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে বলে জানিয়েছে কমিশন। খসড়া প্রকাশ পাবে ১৬ ডিসেম্বর।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ৫৮ লক্ষের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন। নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ১৪৬২ জন এবং স্থানান্তরিত হয়েছে ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন। এছাড়া ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫ জন। এছাড়াও অন্যান্য কারণে বাদ গিয়েছ প্রায় ৫৭ হাজার ৫০৯ জন।
কমিশন জানিয়েছে, ফর্ম দেওয়ার ক্ষেত্রে রাজ্যে প্রোজেনি ম্যাপিং-র হার ৫০.১৮ শতাংশ। নিজেরা করেছে অর্থাৎ সেফল ম্যাপিং-র কাজ হয়েছে ৩৮.৩৩ শতাংশ। প্রকাশ্যে এল এমনই তালিকা। জানা গে বাদ পড়েছে অনেকে।
এছাড়াও আছে ৩০ লক্ষ ভোটার। এদের নিজেদের নাম বা আত্মীয়দের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। এবার ফের চিন্তায় কাজ্যবাসী। এই এসআইআর-র ফর্মি ফিলআপ শুরু থেকেই চলছে নানান জটিলতা। এবার শেষ হল সেই প্রক্রিয়া।

