সংক্ষিপ্ত

সরকারের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে মানুষ ভয় পাচ্ছেন। কারণ অভিযোগ জানানোর জন্য তৈরি এজেন্সির আধিকারিকরাই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন।

 

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পুরোপুরি সমর্থন জানিয়ে এবার বড় পদক্ষেপ করলেন রাজ্য বিজ্ঞানীরা। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়তে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখলেন রাজ্যের বিজ্ঞানীরা। চিঠিতে সই করেছেন ২৪৭ জন বিজ্ঞানী। দেশ ও রাজ্যের স্বনামধন্য বিজ্ঞান প্রতিষ্ঠানের কর্মকর্তারাও রয়েছেন এই তালিকায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন স্তরের দুর্নীতি নিয়েই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তাঁরা চিঠি লিখেছেন।

সরকারের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে মানুষ ভয় পাচ্ছেন। কারণ অভিযোগ জানানোর জন্য তৈরি এজেন্সির আধিকারিকরাই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর পদক্ষেপ দাবি করেছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যে চলা দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আবেদন জানিয়েছেন বিজ্ঞানীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি নিয়ে বিজ্ঞানী পার্থ মজুমদাক বলেছেন, 'সমাজের বিভিন্ন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অভিযোগ জানাতে গেলে দোখা যচ্ছে অভিযোগ নেওয়া হচ্ছে না। সমাজ একটা সামগ্রিক অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। ডাক্তাররা যে দুর্নীতি মুক্ত সমাজের দাবি করেছেন, আন্দোলন করছেন এটা খুবই জরুরি। ' তিনি আরও বলেন পুজোর মধ্যে আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। আন্দোলনের ঢেউ নাগরিক মহলে ছড়িয়েছে চলছে মিছিল উঠছে স্লোগান । তাই এই অবস্থায় হাতে হাত রেখে বসে থাকতে রাজি নন বিজ্ঞানীরা। তেমনই জানিয়েছেন এক বিজ্ঞানী। যিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

জুনিয়র ডাক্তাররা আরজি করের নির্যাতিতার বিচার সহ ১০ দফা দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন। পুজোর মধ্যে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁরা নিজেদের দাবি আদায়ে অনড় বলেও জানিয়ে দিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।