Jagannath Temple, Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই সেখানে পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ফলে হোটেল ব্যবসায়ীদের বিপুল লাভ হচ্ছে। কিন্তু হোটেলগুলি অন্যায্যভাবে মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।
Digha Hotels: রথযাত্রার (Rath Yatra 2025) সময় দিঘার (Digha) কোনও হোটেল যদি পর্যটকদের কাছ থেকে অত্যধিক ভাড়া আদায় করতে চায়, তাহলে অভিযোগ দায়ের করলেই ব্যবস্থা নেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেলের বিপুল অঙ্কের জরিমানা হতে পারে। এমনকী, প্রয়োজনে সেই হোটেলের লাইসেন্সও বাতিল করা হতে পারে। পর্যটকরা যাতে হোটেলের বিরুদ্ধে সহজেই অভিযোগ দায়ের করতে পারেন, তার জন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে। সব হোটেলে ঘরভাড়ার তালিকার পাশাপাশি পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রকাশ্যে রাখতে হবে। এই হোয়াটসঅ্যার নাম্বার হল-৭৫০১২৯৫০০১। বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রথযাত্রা পর্যন্ত দিঘায় থাকছেন। এই সময় সৈকতনগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসঙ্গে হোটেলে অনিয়ম বন্ধ করারও উদ্যোগ নিল প্রশাসন।
দিঘায় হোটেলে থাকা নিয়ে সমস্যায় পর্যটকরা
দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) উদ্বোধনের পর থেকেই হোটেলগুলি কয়েক গুন বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পর্যটকদের। এ বিষয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নবান্নে বৈঠকেও এই প্রসঙ্গ উঠেছে। দিঘায় হোটেলের ভাড়া নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দেয় নবান্ন। এরপর সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে হোটেলের মালিকদের সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। হোটেল মালিকদের ন্যায্য ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তারা হঠাৎ কিছু না জানিয়ে হোটেলগুলি পরিদর্শন করতে পারেন।
হোটেল অতিরিক্ত ভাড়া নিলেই কড়া ব্যবস্থা
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, যদি কোনও হোটেলের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া নেয়, তাহলে সংশ্লিষ্ট হোটেলের এক লক্ষ টাকা জরিমানা হবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। প্রয়োজনে হোটেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। পর্যটকদের সুবিধার জন্য হোটেলে পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বারের পাশাপাশি পোর্টালের লিঙ্কও দেওয়া থাকবে। সেখানে অভিযোগ দায়ের করতে পারবেন পর্যটকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


