সংক্ষিপ্ত

ফের দাম বাড়ছে মদের (Liquor)। সুরাপ্রেমীদের যেন মাথায় হাত।

ফের দাম বাড়ছে মদের (Liquor)। সুরাপ্রেমীদের যেন মাথায় হাত।

পুজোর আগেই বাড়তে পারে মদের দাম। দেশে তৈরি বিদেশি মদ এবং বিয়ারের দামবৃদ্ধি হতে পারে। এই প্রসঙ্গে আবগারি দফতরের কাছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি ইতিমধ্যেই আবেদন জানিয়েছে বলে জানা যাচ্ছে।

সেইসঙ্গে, রাজ্যের আবগারি শুল্কের পরিমাণও বাড়ানো হতে পারে। ফলে, এই দুটি বিষয় যদি একসঙ্গে কার্যকর করা হয়, তাহলে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই গোটা রাজ্যজুড়ে বাড়তে পারে মদের দাম।

প্রায় প্রতি বছরই কেন্দ্রীয় বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। এবারও দেশে তৈরি বিদেশি মদ এবং বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের সঙ্গে কথা বলেছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। তবে সেই আবেদনে এখনও সাড়া দেয়নি আবগারি দফতর।

অন্যদিকে, মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দফতরও। সেক্ষেত্রে দুটি বিষয় একসঙ্গে কার্যকরী হলে নিঃসন্দেহে দাম বাড়বে মদের। যা সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর তো বটেই।

উল্লেখ্য, গত অর্থবর্ষে মদ বিক্রি থেকে কার্যত রেকর্ড পরিমাণ আয় করেছিল রাজ্য সরকার। সূত্রের খবর, মদ এবং বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এবার যদি শুল্ক বাড়ানো হয়, তাহলে এই আয়ের পরিমাণ আরও অনেকটাই বাড়বে। তাই সেদিকে নজর দিতে চাইছে আবগারি দফতর। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

সবমিলিয়ে, পুজোর আগে যে মদের দাম বাড়ছে, তা একপ্রকার নিশ্চিত। কারণ, ইতিমধ্যেই দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের দ্বারস্থ হয়েছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি। তা যদি মেনে নেওয়া হয় এবং তারপর যদি শুল্কও বৃদ্ধি করা হয়, তাহলে মদের দাম বৃদ্ধি শুধুই সময়ের অপেক্ষা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।