সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচন মুর্শিদাবাদ থেকে মুছে গেল কংগ্রেস। ৩টি আসনেই জয় তৃণমূল কংগ্রেসের। দলের এই ব্যর্থতায় হতাশ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি হার স্বীকার করে নিয়েছেন। ইউসুফকে শুভেচ্ছাও জানিয়েছেন অধীর। তিনি 'বহিরাগত' প্রার্থীর কাছে হেরে হতাশ। এই হারের জন্য সাম্প্রদায়িক বিভাজনকে দায়ী করেছেন অধীর। তিনি বলেছেন, ‘এটা কোনও ব্যক্তির ভোট নয়। ভোট হয়েছে দুটো পার্টির। এখানে একটা সাম্প্রদায়িক বিভাজন হয়েছে বুঝতেই পারছেন আপনারা। বিজেপি এত পরিমাণে ভোট পাওয়ার কারণে ব্যবধানটা বাড়ল। সাম্প্রদায়িক বিভাজনের কারণে রাজনীতিটা রাজনীতির মধ্যে নেই। নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই। সেখানে সম্প্রদায় চলে আসছে, ধর্ম চলে আসছে, দাঙ্গা চলে আসছে। কার পক্ষে থাকব না থাকব সেই আলোচনা চলে আসছে। ফলে আমাদের মতো মানুষ যারা উদার ও ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, তাদের জন্য বিষয়টা জটিল হচ্ছে। এটুকু আমি বলতে পারি।’

হারে হতাশ অধীর

হারের পর অধীর বলেছেন, 'কারণ-অকারণ সেগুলো পরের কথা। কিন্তু আমি চেষ্টা করেছি, হেরেছি। রাজনীতিতে অপরাজেয় বলে কিছু হয় না। আজ কেউ জিতে আছে, কাল কেউ হারবে। কেউই কি ভেবেছিল আজ বিজেপি পার্টির এই অবস্থা হবে? ভারতবর্ষের ক্ষমতায় আজ বিপক্ষরা আসতে চলেছে। এটাও তো এরকমই একটা ছন্দপতন।'

তৃণমূলের সঙ্গে জোট না করা নিয়ে অনড় অধীর

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে বামেদের সঙ্গে জোট গড়া নিয়ে অধীর বলেছেন, 'আমি কোনও সুবিধাবাদের রাজনীতি করি না। আমি যা করেছি সচেতনভাবে করেছি। আমি মনে করেছি বাংলার মানুষের স্বার্থে একটা ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের দরকার। আমি সেটার চেষ্টা করেছি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lok Sabha Election Results: 'বহিরাগত' কীর্তি আজাদের কাছে হার, কেন্দ্র বদল করাই কাল হল দিলীপ ঘোষের?

একদা লালদুর্গ যাদবপুরে বামেরা তৃতীয় স্থানে, রেকর্ড ভোটে জয় তৃণমূলের

YouTube video player