- Home
- West Bengal
- West Bengal News
- 'তাঁর একচোখে দুর্যোধন অন্যচোখে দুঃশাসন'! অমিত শাহকে পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
'তাঁর একচোখে দুর্যোধন অন্যচোখে দুঃশাসন'! অমিত শাহকে পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সব জনসভা ও সাংবাদিক সম্মেলন থেকেই কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন। এদিন, বৃহস্পতিবার তার অন্যথা হয়নি। তিনি কৃষ্ণনগরের জনসভা থেকে অন্যান্য দিনের তুলনায় আরও চড়া সুরে আক্রমণ করেন কেন্দ্রের মোদী সরকারকে।

বঙ্গে SIR
পশ্চিমবঙ্গে SIR শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সব জনসভা ও সাংবাদিক সম্মেলন থেকেই কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন। এদিন, বৃহস্পতিবার তার অন্যথা হয়নি। তিনি কৃষ্ণনগরের জনসভা থেকে অন্যান্য দিনের তুলনায় আরও চড়া সুরে আক্রমণ করেন কেন্দ্রের মোদী সরকারকে। এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চড়া সুরে আক্রমণ করেন।
অমিত শাহকে আক্রমণ মমতার
কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাঁর দুই চোখ ভয়ঙ্কর। দেখলে মনে হয় দুর্যোগের বার্তা। এমন কোনও কাজ নেই যে তিনি করতে পারেন না। তাঁর এক চোখে দুর্যোধন, আর অন্য চোখে দুঃশাসন।' কৃষ্ণনগরের জনসভা থেকে মমতার অভিযোগ অমিত শাহের নির্দেশেই বাংলায় এসআইআর -এর মাধ্যমে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে কাটার চেষ্টা করা হচ্ছে।
বিহার প্রসঙ্গ টেনে মমতার বার্তা
বিহারের প্রসঙ্গে টেনে আনেন মমতা। তিনি বলেন, 'বিহারে তোমরা পেরেছো। বাংলায় করতে দেব না।' মমতা আরও বলেন, 'বিজেপির আইটি সেলের তৈরি করা ভোটার লিস্ট দিয়ে বাংলায় ভোট করানোর চেষ্টা করছো তো? যা খুশি করোন। কিচ্ছু করতে পারবে না।'
অমিত শাহের পাল্টা মমতা
বুধবার সংসদে অমিত শাহ বলেছিলেন, 'অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ালে বাংলা থেকে আপনারা মুছে যাবেন। ' বৃহস্পতিবার এর পাল্টা মমতা বলেন, 'পশ্চিমবাংলায় এনআইরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। নিশ্চিন্তে থাকুন। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। আর তাড়ালে তাদের কী ভাবে ফিরেয়ে আনতে হয় আমরা জানি।'
কৃষ্ণনগর থেকে বার্তা
কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ভাগের বিষয় নিয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, 'ভোট এলেই বিজেপি টাকা নিয়ে ভোট ভাগ করতে করতে নামে। আপনা কাউকে ভোট ভাগ করতে দেবেন না।'
