সংক্ষিপ্ত

মালদহ উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সমর্থনের গাজোলে জনসভা করেন মমতা। সেখানেই তিনি নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন।

 

সাত দফা নির্বাচন নিয়ে আবারও উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে মালদায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখান থেকেই সাত দফা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিপরিষদের সহকর্মীদের দেশের সম্পদ ব্যবহার করে ব্যাপক প্রচার চালানোর জন্যই সাত দফায় নির্বাচনের ব্যবস্থা করেছেন।

মালদহ উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সমর্থনের গাজোলে জনসভা করেন মমতা। সেখানেই তিনি বলেন, '১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত নির্বাচন হবে। এই দীর্ঘ সময় মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা যাতে প্রচার করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। বিরোধীদের কাবু করতে প্রতিটি পর্বের আগে তারা সারা দেশে বিমানে সফর করেন।' তিনি আরও বলেন, আগে সাধারণত নির্বাচন মে মাসে শেষ হয়ে যেত। কিন্তু এবার নির্বাচন চানা হয়েছে জুন মাস পর্যন্ত। মোদীকে প্রতিরক্ষা বাহিনীর বিমানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্যই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, তৃণমূল নেতারা নিজেদের টাকা দিয়ে হেলিকপ্টার বুক করে নির্বাচনী প্রচারের জন্য। বিজেপি নেতারাও বিমান বুক করছেন, যাতে বিরোধীরা কম পায় বিমান বা হেলিকপ্টার। তৃণমূল নেত্রী আরও বলেন, প্রবল এই গরমে মানুষ নানা ধরনের অসুবিধায় পড়েছেন। কিন্তু বিজেপি নেতারা ভিভিআইপি স্বাচ্ছন্দ্যে প্রচার চালাচ্ছে। তারা সব ধরনের সুযোগ সুবিধে পাচ্ছে।

এদিন মমতা ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা নিয়ে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেন। তিনি বলেন, তৃণমূলের সাংসদরা দিল্লিতে গিয়ে মনরেগা প্রকল্পের টাকা ও আবাস যোজনার টাকা নিয়ে একাধিকবার সওয়াল করেছে। কিন্তু মুখে কুপুল এঁটে বসে রয়েছে বিজেপি ও কংগ্রেস সাংসদরা। তারা এই বিষয়ে কোনও কথাই বলে না। কংগ্রেস ও বিজেপি গরীবদের জন্য কী করেছে - সেই প্রশ্নও তোলেন মমতা। নাম করে মামলা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকেও নিশানা করেন। তিনি বলেন, খগেন মুর্মু জবকার্ডধারীদের জন্য কিছুই করেননি।

এদিন মমতা জানিয়ে দেন রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি। এই রাজ্যে তিনি একাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন। তিনি কংগ্রেস ও সিপিএমকে একটিও ভোট না দেওয়ার আবেদনও জানিয়েছেন। মমতা বলেন ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন। সেটা পরবর্তীকালে তিনি দেখে নেবেন।