Crime News: মহিলার সঙ্গে প্রেমের ছলনায় টাকা হাতানোর চেষ্টার অভিযোগ। বাড়িতে ঢুকে খুন। বিহার থেকে গ্রেফতার দুস্কৃতী। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Crime News: মহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত। ধর্ষণের পর কুপিয়ে খুন করে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। বসিরহাট থানার মধ্যমপুর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিলাকে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে পালায় দুষ্কৃতী। মহিলা বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগেই খুন। বাড়ির বাইরে থেকে তালা বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ছেলে কলকাতায় থাকত কাজের সুবাদে । দুদিন মায়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ছেলে বাড়িতে এসে বাইরে থেকে তালা দেওয়া দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডাকে। এরপর পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত মৃতদেহ কাপড় চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। তখন পচা দুর্গন্ধ বেরোচ্ছিল ।
মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ। এবং বিহারের বিড়াল থানা এলাকা থেকে আব্দুল হাসান মোল্লা নামে ঐ ব্যক্তিকে বিহারের বিড়াল থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ । আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
মৃত ওই মহিলার পরিবারের দাবি- মহিলার স্বামী মারা গিয়েছে কয়েক বছর আগে। মহিলার কাছে অনেক টাকা পয়সা গয়নাগাটি ছিল । অভিযুক্ত আব্দুল হাসান মোল্লা মৃত মহিলা পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত । তার স্বামী মারা যাওয়ার পর তার সঙ্গে ছলনা করে সম্পর্ক তৈরি করে। এবং ওই মহিলার কাছ থেকে টাকা দাবি করে । কিন্তু মহিলা টাকা দিতে রাজি না হওয়ায় আব্দুল হাসান মোল্লা তার বাড়িতে আসে এবং তাকে ধর্ষণ করে টাকা পয়সা লুটপাট করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে চলে যায় । অভিযুক্ত আব্দুল হাসান মোল্লার কঠিন শাস্তির দাবি করছে তার পরিবার ।
অন্যদিকে, শহরে ফের প্রতারণা। ব্যাহ্ক জালিয়াতির মাধ্যমে প্রায় ৬২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, কলকাতার এইচডিএফসি ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে Sec G কেস নম্বর ৯২/২০২৫ নম্বরে একটি প্রতারণার মামলা রুজু করা হয়। অভিযোগ, জাল বেতন স্লিপ, জাল ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ ভুয়ো নথি জমা দিয়ে ছয়টি পার্সোনাল লোন তোলা হয়েছিল, এবং ঋণগ্রহীতারা নিজেদেরকে সেচ, স্বাস্থ্য ও বন দফতরের কর্মী পরিচয় দিয়েছিল।
মোট ৬২ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, এই প্রতারণার সঙ্গে যুক্ত একটি চক্র মূলত বাঁকুড়া ও বর্ধমান এলাকা থেকে এই অপারেশন চালাতো। এই কাজের সুবিধার জন্য তারা ব্যাঙ্কের নিযুক্ত কিছু DSA (Direct Selling Agent)-র সহায়তা নেয়। মঙ্গলবার রাতে বাঁকুড়ার সোনামুখী এলাকা থেকে আকাশ ধীবর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


