সংক্ষিপ্ত

লেক গার্ডেন্সে হাড় হিম করা ঘটনা! হোটেল ভাড়া নিয়ে প্রথমে প্রেমিকাকে গুলি করে আত্মহত্যা করল যুবক

লেক গার্ডেন্সে হাড় হিম করা ঘটনা। সঙ্গিনীকে গুলি করে নিজে আত্মঘাতী হলেন যুবক। তবে একটুর জন্য প্রাণ বেঁচে গিয়েছে সঙ্গিনীর। ইতিমধ্যেই তাঁকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মঘাতী ওই যুবকের নাম রাকেশ কুমার সাউ বলে জানা গিয়েছে। বজবজের বাসিন্দা রাকেশ। পুলিশ সূত্রে খবর মৃত রাকেশ ও তার প্রমিকা দুপুর ২ নাগাদ লেক গার্ডেন্সের ওই গেস্ট হাউজে গিয়ে ওঠেন।

গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের স্বামী-স্ত্রী হিসাবে পরিচয় দেন এই দুজন। এরপর বিকেল ৪টে ৫০ নাগাদ গেস্ট হাউজের কেয়ারটেকার একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পান। পর পর ২ বার বিকট আওয়াজ আসতেই আঁতকে ওঠেন হোটেল কর্তৃপক্ষ। এরপর তাঁরা ছুটে গিয়ে ঘটনাস্থলে মৃত অবস্থায় পান অভিযুক্তকে এবং তার পাশে আহত অবস্থায় পড়েছিলেন তরুণী।

পুলিশ মারফত জানা গিয়েছে, যুবতীর ঊরুতে গুলি করেন তরুণ তারপর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হোমিসাইড শাখার আধিকারিকরা। কেনই বা তারা হটেলে গেলেন এবং কী কীরণে যুবক আত্মহত্যা করল তা নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ।