- Home
- West Bengal
- West Bengal News
- SSC Scam Update: বন্ধ হতে পারে বেতন! যোগ্য-অযোগ্যদের তালিকার কারণে অচলাবস্থা স্কুলে
SSC Scam Update: বন্ধ হতে পারে বেতন! যোগ্য-অযোগ্যদের তালিকার কারণে অচলাবস্থা স্কুলে
SSC Scam Update:সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে নারাজ। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য চিহ্নিত এমন শিক্ষক-শিক্ষিকারা বাদে সকলেই ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবে।

নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়
নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার চাকরিহারা এই রাজ্যে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের রায় পুনর্বিবেচনার আর্জির পরে সুপ্রিম কোর্ট অযোগ্য চিহ্নিত নন, এমন শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে নির্দেশ দিয়েছে।
স্কুলে যেতে নারাজ
সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে নারাজ। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য চিহ্নিত এমন শিক্ষক-শিক্ষিকারা বাদে সকলেই ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবে।
স্কুলগুলিতে মিশ্র প্রতিক্রিয়া
সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিছু স্কুলে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেননি। কিছু স্কুলে কাজ যোগ দিলেই হাজিরার খাতায় সই করেননি। সবমিলিয়ে সরকারি আর সরকার পোষিত স্কুলগুলিতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছ।
শিক্ষক-শিক্ষিকাদের দাবি
সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দবি মধ্যশিক্ষা পর্ষদকে দ্রুত যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।
বিক্ষোভ
চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে আগামী সোমবার ১২টা থেকে ৩টে এসএসসি ভবনের সামনে ধর্না দেব।
তালিকার জন্য সমস্যায় রয়েছে বেতনই
মধ্যশিক্ষা পর্ষদের যোগ্য আর অযোগ্যদের তলিকা প্রকাশ না করায় জটিলতা তৈরি হচ্ছে বেতন প্রক্রিয়াতেও।
বেতন প্রক্রিয়া
সাধারণত প্রধান শিক্ষকেরা বেতন পোর্টাল জেলা স্কুল পরিদর্শককে জমা দেওয়ার পরে তিনি মাসের ২৫ তারিখের মধ্যে তা কোষাগারে পাঠিয়ে দেন। বেতন পোর্টাল চলতি মাসে চালু হয়েছে। কিন্তু যোগ্য আর অযোগ্যদের চিহ্নিত করা এখনও যায়নি।
হাতে মাত্র এক সপ্তাহ
শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বেতন পাবেন এবং কাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে, সেই ব্যাপারে শিক্ষা দফতরের কোনও বিজ্ঞপ্তিই স্কুলে পৌঁছয়নি। কিন্তু হাতে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে।
যোগ্য - অযোগ্যদের তালিকা
স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা শিক্ষা দফতরে পাঠিয়েছে। শিক্ষা দফতর সেই তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠাতে পারে বলেও সূত্রের খবর।
আগামী সপ্তাহে জট কাটতে পরে
সূত্রের খবর স্কুলগুলিতে স্থিতাবস্থা আর বেতন সংক্রান্ত জটিলতা কাটতে পারে আগমী সপ্তাহের গোড়ার দিকে। সূত্রের খবর মধ্যশিক্ষা পর্ষদ আগামী সপ্তাহের প্রথম দিকেই যোগ্য আর অযোগ্যদের তলিকা প্রকাশ করতে পারে।
সংকটে
সঙ্কটে পড়েছেন সংশ্লিষ্ট ৯ হাজার ৪৮৭টি স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জরা। হিসেব বলছে, এই সমস্যার জেরে ভোগান্তি বাড়তে চলেছে রাজ্যের প্রায় দু’লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীর।

