আট তলা বাড়ির (8 storey building) পুরোটাই ভেঙে ফেলতে হবে। বর্ধমান পুরসভা (Burdwan Municipality)এমনটাই নির্দেশ দিয়েছে মালিককে (owner)।
Illegal house: আট তলা বাড়ির (8 storey building) পুরোটাই ভেঙে ফেলতে হবে। বর্ধমান পুরসভা (Burdwan Municipality)এমনটাই নির্দেশ দিয়েছে মালিককে (owner)। এর আগে একাধিকবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেননি মালিক। কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দিতেই বাড়ির মালিক ছুটেছেন আদালতে। জানিয়েছেন আদালতের নির্দেশ তিনি মাথা পেতে নেবেন। তবে শহরের বুকে এখনও দাঁড়িয়ে রয়েছে পুরসভার চিহ্নিত করা বেআইনি বাড়ি।
পুরসভার অভিযোগ
বর্ধমানের কালীবাজার মোড়়ে জিটি রোডের কাছে তৈরি হচ্ছিল একটি আট তলা বাড়ি। পুরসভার দাবি কোনও রকম অনুমোদন ছাড়াই বাড়ি তারি করা হচ্ছিল। ৩ ডিসেম্বর বাড়ি পরিদর্শন করেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। সঙ্গে ছিলেন বিভাগীয় আধিকারিকরা। বেআইন ভাবে বাড়ি তৈরি হচ্ছে এই অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় পুরসভা। বাড়ির মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বর্ধমান পুরসভায় যাওয়ার নির্দেশও দেন চেয়ারম্যান। পুরসভার অভিযোগ, বিল্ডিংয়ের মালিক তো আসেননি এমনকি কোনও কাগজপত্র দেখাননি। এরপর আটতলা বিল্ডিং মালিককে নিরেদেশ দেওয়া হয় বাড়িটি ভেঙে ফেলার। ১৫ দিনের মধ্যে বিল্ডিং ভেঙে ফেলার নোটিশ ধরানো হয় মালিককে।
বাড়ির মালিকের দাবিঃ
বাড়ি ভাঙার নোটিশ পেয়েই বাড়ির মালিক তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায় আদালতে ছোটেন। তিনি জানিয়েছেন, আদালত যা নির্দেশ দেবে সেটাই তিনি মেনে চলবেন। তবে আদালতে এখনও মামলা ওঠেনি। তবে কেন তিনি পুরসভার নির্দেশ মেনে চলেননি তার উত্তর দেননি। পুরসভাকে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ার কারণেরও ব্যাখ্যা দেনননি মালির তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায়।
বিপদ্দজনক বাড়ি-কাণ্ডঃ
কলকাতায় একের পর এক বাড়ি হেলে পড়েছিল। কোথায় প্রাণহানির ঘটনা না ঘটলেও শহরবাসীর মধ্যেই নির্মাণকাজ নিয়ে উদ্বেগ বাড়ছিল। এই পরিস্থিতিতে বাড়ি তৈরির নিয়মে যথেষ্ট কড়াকড়ি করেছে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতেও কঠোর পদক্ষেপ করেছে। কলকাতার পাশাপাশি জেলার একাধিক পুরসভাও বেআইনি নির্মাণ ইস্যুতে সচেতন হয়েছে। তাতেই বর্ধমান শহরে আটতলা বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এখন আদালত কী বলে সেটাই দেখার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


