- Home
- West Bengal
- West Bengal News
- পুজোর মরশুমে বড় চমক, নভেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে করতে হবে এই কয়টি কাজ
পুজোর মরশুমে বড় চমক, নভেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে করতে হবে এই কয়টি কাজ
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই সুবিধা চালু রাখতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক, KYC জমা দেওয়া এবং সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, অন্যথায় ভাতা বন্ধ হয়ে যেতে পারে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন রাজ্যবাসীর জন্য। এই সকল ভাতা দ্বারা প্রতি মাসে মিলছে আর্থিক সাহায্য। যার দ্বারা উপকৃত হচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ।
এই সকল ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী সহ আরও কত কী। এই সকল ভাতা দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য। মাসে মাসে ১০০০ থেকে ২০০০ টাকা মতো ঢোকে অ্যাকাউন্টে। আবার কখনও বছরে এক সঙ্গে মেলে টাকা।
এবার নয়া চমক এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। সাধারণ জাতির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে পেয়ে থাকেন ১০০০ টাকা। তপশিলি জাতির মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা করে। এবার শোনা যাচ্ছে বাড়বে ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলারা পাবেন ১৫০০ টাকা করে এবং তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে।
তবে, ভাতা পেতে গেলে আজই করতে হবে কয়টি কাজ। যেমন সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার কার্ড। এরই সঙ্গে ব্যাঙ্কে জমা দিতে হবে kyc। তাছাড়া এই ভাতা পেতে হলে সবার আগে খুলতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। এই কয় কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ভাতা।
আপাতত ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের কোনও ঘোষণা হয়নি। তবে, অনেকেরই আন্দাজ যে ডিসেম্বর থেকে বাড়বে ভাতা। ডিসেম্বর থেকে সাধারণ জাতির মহিলারা পাবেন ১৫০০ টাকা করে এবং তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে। তাই দ্রুত এই কয় কাজ করে নিন। তা না হলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা।

