- Home
- West Bengal
- West Bengal News
- Holiday list: দুর্গা পুজোয় টানা ১২ দিন ছুটি! নবান্ন প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা
Holiday list: দুর্গা পুজোয় টানা ১২ দিন ছুটি! নবান্ন প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা
নতুন বছরের বাকি আর মাত্র একটি মাস। ইতিমধ্যেই নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে অনেকেই ঘাঁটাঘাটি করতে শুরু করেছেন । এরই মধ্য়ে নবান্ন নতুন বছরের ছুটি ঘোষণা করেছে।

ছুটি ঘোষণা নবান্নের
নতুন বছরের বাকি আর মাত্র একটি মাস। ইতিমধ্যেই নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে অনেকেই ঘাঁটাঘাটি করতে শুরু করেছেন । এরই মধ্য়ে নবান্ন নতুন বছরের ছুটি ঘোষণা করেছে। জানুন ঠিক কতদিন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।
২০২৬ সালের ছুটি
২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে নবান্ন। রাজ্য সরকারের ছুটির তালিকার পাশাপাশি কেন্দ্রের ইন্সট্রুমেন্ট আইন (NIA) অনুযায়ী ছুটি ও বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতর এই ছুটির তালিকা প্রকাশ করেছে।
ছুটি ছুটি
রাজ্য সরকার যে তালিকা ঘোষণা করেছে সেখানে এনআইএ বিধিতে ২৭ দিন ছুটি রয়েছে। রাজ্য সরকারি ছুটি রয়েছে ২৪ দিন। সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মীরা আগামী বছর প্রায় ৫০ দিন বা তারও বেশি কাজ থেকে ছুটি পাবেন। এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি।
পুজোর ছুটি
রাজ্যের মানুষের সবথেকে বেশি আগ্রহ থাকে দুর্গা পুজো নিয়ে। আগামী বছর রাজ্যের সরকারি কর্মীরা ১২ দিন পাচ্ছেন পুজোর ছুটি। চতুর্থী থেকে শুরু হয়ে লক্ষ্মী পুজোয় তা শেষ হবে। মাঝে ২-১ দিন অফিস যেতে হতে পারে। কিন্তু সেই ছুটি নিলেই লম্বা ছুটি কাটানোর পরিকল্পনা করতেই পারেন। দুর্গা পুজোর ছুটি থাকছে ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।
ছুটি নষ্ট!
আগামী বছর সবমিলিয়ে সরকারি কর্মীদের ৮টি ছুটি নষ্ট হচ্ছে। কারণ ছুটির দিন রবিবার পড়েছে। ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি, ১৮ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো, ১৫ নভেম্বর ছট পুজো এবং বীরসা মুন্ডার জন্মদিবস ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী রবিবার।

