সংক্ষিপ্ত

স্নাতকে ভর্তিতে কারচুপি ঠেকাতে নয়া উদ্যোগ! একটি পোর্টালের মাধ্যমেই আবেদন করা যাবে সব কলেজে 

আর স্নাতকে ভর্তিতে কারচুপি নয়। স্নাতকস্তরে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা।

বুধবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, " পশ্চিমবঙ্গেই এই প্রথম এই পোর্টাল চালু হল।" এর ফলে আর কোনওভাবেই ভর্তি প্রক্রিয়া অস্বচ্ছ হবে না। কোনও কলেজেই আর সিট ফাঁকা পড়ে থাকবে না। রাজ্যের ১৬ বিশ্ববিদ্যালয় এবং তার অধিনে থাকা ৪৬১ কলেজ নিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ পোর্টাল। যেখানে মোট সিট সংখ্যা ৯ লক্ষ ৬৪ হাজার ৯২১।

শিক্ষামন্ত্রী জানান, ২৪ জুন থেকে এই পোর্টালে ভর্তির আবেদন করা যাবে । ৭ জুলাইয়ের মধ্যে শেষ হবে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া। কাউকেই কলেজে গিয়ে আর ভর্তি হতে হবে না।

অনলাইনেই নিজের পছন্দ মতো বিষয়ে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। সর্বোচ্চ ২৫ বিষয়ে আবেদন করা যাবে এবং একটি বিষয়ের জন্যই টাকা দিতে হবে ছাত্রছাত্রীদের। যাতে কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও কারচুপি না হয় তারজন্যেই এই কেন্দ্রীয় পোর্টাল খোলা হয়েছে রাজ্য সরকারের তরফে।