মহানবমীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা ও সুর করা একটি নতুন পুজোর গান প্রকাশ করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর কন্ঠে গাওয়া এই গানটি তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে শারদ শুভেচ্ছা জানিয়েছেন।
রাজ্য সামলানোর পাশাপাশি নানান কাজে নিজেকে যুক্ত রাখেন মুখ্যমন্ত্রী। ছবি আঁকা থেকে গান লেখা- এই সবের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহের কথা কারও অজানা নয়। এবার ফের একবার সামনে এল তাঁর প্রতিভা। ইতিমধ্যে পুজোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক গান প্রকাশ পেয়েছে। শহরের বিভিন্ন মণ্ডপে বাজছে সেই গান। এবারও হল তা তার ব্যতিক্রম। বাংলার মানুষকে নবমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের লেখা গান শেয়ার করলেন। এবার সেই গানে কন্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। শুধু লেখা নয়, গানের সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, যদি থাকত এতটা ছোট্ট বাগান/ তবে কলি হয়ে রোজ ফুটতাম। সকলকে জানাই মহানবমীর আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তীর গাওয়া আরও একটা পুজোর গান শেয়ার করে নিচ্ছি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা গানটি ৬ মিনিট ৬ সেকেন্ডের। গেয়েছিন ইমন চক্রবর্তী। তাঁর অসাধারণ গায়কীতে বাংলার সঙ্গে বিশ্বের এই যোগসূত্র যেন আরও জীবন হয়ে উঠেছে। এর আগেও তিনি বেশ কিছু গান রচবা করেন। যা গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যের মতো শিল্পীরা। তারই একটি নতুন গান গাইলেন ইমন। আজই নবমীর শুভেক্ষণে ফের নিজের লেখা গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। নিজেই সোশ্যাল মিডিয়ায় গান শেয়ার করলেন। যা দ্রুত ভাইরাল হয়েছে। এবার পুজোর মধ্যে ভাইরাল হল মুখ্যমন্ত্রীর গান।


