Amartya Sen: বুধবার সকালে অমর্ত্যের বাড়িতে যান সংশ্লিষ্ট এলাকার বিএলও। অর্থনীতিবিদের আত্মীয় শান্তভানু সেন জানান, আইনজীবীর সঙ্গে আলোচনা করে তাঁরা নোটিশ গ্রহণ করেছেন। বোলপুর ২ নম্বর ওয়ার্ডের ভোটার অমর্ত্য কর্মসূত্রে বছরের বেশির ভাগ সময় বিদেশে কাটান।
Amartya Sen News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্যি প্রমাণিত হল। সত্যিই নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশ পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনীর শুনানিতে ডাকা হয়েছে তাঁকে।
বুধবার শুনানির নোটিশ দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’তে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা। যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন। অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিশ গ্রহণ করেন।
অমর্ত্য সেনকে এসআইআর-ভোটার শুনানির নোটিস
নির্বাচন কমিশনের নোটিশে জানানো হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরের কম। যা প্রত্যাশিত নয়। সেই কারণেই আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় শুনানিতে হাজির থাকতে হবে। এই সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে ডেকে পাঠানো হয়েছে। তবে এক্ষেত্রে অমর্ত্য সেনকে সশরীরে উপস্থিত না থাকলেও হবে। তাঁর জায়গায় প্রতিনিধি গিয়ে সেই তথ্য দিয়ে আসবে।
মঙ্গলবার বীরভূমের রামপুরহাট সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, অমর্ত্য সেনকে এসআইআর-র নোটিশ পাঠানো হয়েছে। অভিষেক বলেন, 'হায় রে পোড়া কপাল। আসতে আসতে শুনছিলাম, অমর্ত্য সেনকে এসআইআর-র নোটিশ পাঠিয়েছে। ভারতের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছেন। দেশের নাম বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে এ দেশকে মানুষ চেনেন, যাঁর হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, তাঁকে এসআইআরের নোটিশ পাঠিয়েছে।'
অভিষেক অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠানোর কথাও তোলেন। অভিষেকের দাবির পরে কমিশনের তরফে জানানো হয়েছিল, অমর্ত্যের পূরণ করা এসআইআর ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যগত ভুল) রয়েছে। তবে, এখনও তাঁকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়নি।
যদিও বুধবার সকালে ‘প্রতীচী’তে গিয়ে স্থানীয় বিএলও নোটিশ দিয়ে এসেছেন। বুধবার সকালে অমর্ত্যের বাড়িতে যান সংশ্লিষ্ট এলাকার বিএলও। অর্থনীতিবিদের আত্মীয় শান্তভানু সেন জানান, আইনজীবীর সঙ্গে আলোচনা করে তাঁরা নোটিশ গ্রহণ করেছেন। বোলপুর ২ নম্বর ওয়ার্ডের ভোটার অমর্ত্য কর্মসূত্রে বছরের বেশির ভাগ সময় বিদেশে কাটান।
এদিকে, অমর্ত্য সেনকে নোটিশ পাঠানোর অভিষেকের দাবি মিলে যেতেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ বাঙালি বলেই তাঁকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। বিজেপি বাঙালির সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিদের অপমান করছে। বাংলার মানুষ এটা মেনে নেবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


