North Bengal News: উৎসবের মরশুমে হাতে বোনাস না পেয়ে অথৈ জলে ডুয়ার্সের চা বাগানের চা শ্রমিকরা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
North Bengal News: একদিকে যখন আলোর রোশনাই উমাকে ঘিরে,ঠিক সেই সময় ডুয়ার্সের আদিবাসী উমারা ব্যস্ত বোনাসের দাবিতে শুরু হওয়া আন্দোলনে অন্ধকার পথে বসে দুমুঠো বাসি ভাত ভাগ করে খেতে। কুড়ি শতাংশ বোনাস দেবার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেও মালিক পক্ষ বোনাস দেয়ননি বলে অভিযোগ।
কী বলছেন চা শ্রমিকরা?
জলপাইগুড়ি জেলার মাল বাজার মহকুমার মেটেলি থানা এলাকার নাগেশ্বরী চা বাগানের শ্রমিকেরা শুক্রবার সকাল থেকে বোনাসের দাবিতে যে আন্দোলন শুরু করে তা অব্যাহত রয়েছে। রাতের অন্ধকারে রাস্তায় বসে আন্দোলনকারীদের খাবার ভাগ করে খেতে দেখার ছবি উঠে এসেছে। একদিকে যখন রাজ্যজুড়ে আলোর রোশনাই, মণ্ডপে-মণ্ডপে পূজিত হচ্ছে দেবী দুর্গা। ঠিক সেই সময় ডুয়ার্সের আদিবাসী উমাদের এমন দৃশ্য দেখে চমকে উঠেছে সবাই।
অন্যদিকে, আশঙ্কা প্রকাশ করেছিলেন সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ফিরে যেতেই গত ১২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছে আরও তিনটি চা বাগান। উৎসবের মরশুম শুরুর মধ্যেই ঘন অন্ধকারে ঢাকলো উৎসবের রোসনাই। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে, ‘’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসলে চা বাগান খোলে, আবার কলকাতা ফিরে গেলেই বন্ধ হয়ে যায়।''
পুজোর আগেই একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে ডুয়ার্সের তিনটি চা বাগান। পুজোর সময় কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবার। কার্যত বিনা নোটিশে গত ১২ সেপ্টেম্বর রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে যায় বাগান মালিক কর্তৃপক্ষ।
ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত একই মালিকানাধীন রেডব্যাংক চা বাগান, সুরেন্দ্র নগর চা বাগান এবং চামুর্চি চা বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিক কর্তৃপক্ষ। বাগানগুলোতে বেশ কয়েকটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে পুজোর বোনাসও দিতে হবে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত বাগানে কাজ চলছিল। এরপর রাতের অন্ধকারে কোনও রকম নোটিশ না দিয়েই পালিয়ে গিয়েছেন ম্যানেজাররা। যারফলে পুজোর সময় একদিকে বোনাসের দাবি, অন্যদিকে কাজ হারিয়ে বিপাকে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

