পরিবার সুত্রে জানা গিয়েছে,তারা গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরেরও বেশী সময় ধরে বসবাস করছেন ৷ প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডানদিকের অংশে হঠাৎই তেল বের হতে দেখা যায় ৷ বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন ৷
বাড়ির দেওয়ার থেকে চুইয়ে পড়ছে তেল! অবাক হওয়ার মতো কথা হলেও এটাই সত্যিই । কয়েকদিন আগে যে খবরে শোরগোল পড়ে গিয়েছিল। আবারও গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বের হওয়ার পরিমান আরও বাড়ছে ৷ বাড়ির বিভিন্ন অংশ সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে ৷ এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে গোটা পরিবার। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। এরইমধ্যে বৄহস্পতিবার দুপুরে এই বাড়িতে এসে তেলের নমুনা সংগ্রহ করল জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল ৷
প্রতিনিধিদলের অন্যতম সদস্য সৌরভ খাঁ যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার ডাইরেক্টর । তিনি জানান তারা স্যাম্পেল কালেক্ট করেছেন ৷ তারা এটি পরীক্ষা করে দেখবেন ৷ প্রাথমিকভাবে তাদের পোড়া ভেজিটেবল তেল বলে মনে হচ্ছে ৷ মাটির নীচ থেকে এর সোর্স নয় বলেই প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে ৷ যদিও পরীক্ষার পরেই বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি ৷
রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। পরিবার সুত্রে জানা গিয়েছে,তারা গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরেরও বেশী সময় ধরে বসবাস করছেন ৷ প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডানদিকের অংশে হঠাৎই তেল বের হতে দেখা যায় ৷ বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ রাজপুর সোনারপুর পুরসভা, নরেন্দ্রপুর থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ায় তারা লিখিতভাবে জানান হয় গোটা বিষয়টি বিস্তারিতভাবে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন ৷ আজ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয় ৷ উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরাও ৷ তবে এখনও পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত পুরো পরিবার ৷
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
