লকডাউন আপাতত প্রত্যাহারের সম্ভাবনা নেই বললেও চলে। বরং যতদিন যাচ্ছে, করোনা আতঙ্ক ততই বাড়ছে। বিপদের সময়ে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ালেন তৃণমূল কাউন্সিলর অর্ণব মণ্ডল। এবার 'বিনেপয়সার বাজার' বসল উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও।