চা বাগানের বসতি এলাকায় এবার খোঁজ মিলল চিতাবাঘের শাবকের। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মাল ব্লকের নেওরা নদী চাবাাগানে। এদিকে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বিচ চা বাগানের পাঁচ নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল মাঝবয়স্ক স্ত্রী লেপার্ড।