বড়দিন মানে আনন্দ উৎসবের দিন। সকলে মিলে মজা করার দিন, ভালমন্দ খাওয়ার দিন। ক্রিসমাসের দিন পেট ভরে খেল ওরাও। ওরা মানে পুরুলিয়া শহরের পথ কুকুরের দল। যিশুর জন্মদিনের ওদের জন্য ভুরি ভোজের আয়োজন করেছিল শহরেরই কয়েকজন উদ্যোগী ব্যক্তি।
ঘড়ির কাটায় ঠিক তখন রাত বারোটা। ব্যান্ডেল চার্চে শুরু হয় বিশেষ প্রার্থনা। কনকনে ঠান্ডার মধ্যেও প্রভু যিশুর জন্মদিনে বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছিলেন বহু মানুষ। ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক চার্চটি। আগামী কয়েকদিন সকলের জন্য খোলা থাকবে চার্চের দরজা।