২০১২ সালে শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। দু`বছর ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয় বজবজের অর্পণ সর্দার। সুস্থ হওয়ার পর এখন সে মন দিয়েছে ছোটবেলার স্বপ্নে। মাটির মূর্তি তৈরি করে সে।