তরুণীর অভিযোগ, মেয়েদের রাত ঘেরাওয়ের সময় প্রতিবাদ মিছিলে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছিল যুবক। আতঙ্কিত ওই তরুণী থানায় অভিযোগ জানাতে যান।
প্রতিবাদীদের প্রতিবাদ রোখার ডাক দিলেন তৃণমূল বিধায়ক। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অডিও বার্তা। আর জি কর কাণ্ডে প্রতিবাদ রোখার ডাক এই তৃণমূল বিধায়কের। রাত দখলের কর্মসূচি রোখার ডাক তৃণমূল নেতার।
এবার 'ফোঁস' করে উঠলেন তৃণমূলের লাভলী মৈত্র। '২০১১ সালে বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা জানি'। 'আমরা শান্ত আছি কিন্তু দুর্বল নই'। এই তৃণমূল নেত্রীর ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।
প্রতিবাদ মিছিল করার আগে পুলিশের কাছে অনুমতি চাওয় হয়েছিল। কিন্তু, পুলিশ অনুমতি দেয়নি। সে কারণে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে মিলল অনুমতি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস' মন্তব্যের পরেই তৃণমূল নেতাদের হুমকির মাত্রা যেন বেড়ে গিয়েছে! এবার সেই 'ফোঁস' করলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। অতীশ সরকার ভরা মঞ্চে যে বক্তব্য রেখেছেন, তা কার্যত মাথা ঘুরিয়ে দেবে আপনার।
অশোকনগরে তৃণমূল নেতার প্রকাশ্যে হুমকি! প্রতিবাদী মহিলাদের উপর আক্রমণের হুমকি? 'আমরা ফোঁস করলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো?' মমতার 'ফোঁস' মন্তব্যের পরেই তৃণমূল নেতাদের হুমকি!
সিঙ্গুরের চাষিদের একাংশের মূল দাবি হল, চাষের অযোগ্য জমিকে পুনরায় চাষের যোগ্য করে তুলতে হবে, নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে, অধিগ্রহণ করার আগে জমিতে চাষিদের যা যা অধিকার ছিল সেগুলো ফেরাতে হবে।