- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: রথের দিন বাড়বে বৃষ্টি, ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
Weather Update: রথের দিন বাড়বে বৃষ্টি, ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রথযাত্রার দিন নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কদিন ধরেই চলছে বৃষ্টি। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায়।
এদিকে আজ রথযাত্রা। সর্বত্র সকাল থেকে চলছে প্রস্তুতি। বিকেল হলেই বের হবে রথ। সে কারণে আজ কেমন আবহাওয়া থাকে তা নিয়ে চিন্তিত সকলে।
সদ্য আবহাওয়া নিয়ে আপডেট দিলেন আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
তিনি জানিয়েছেন, তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেশারে পরিণত হয়েছে। এটি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে।
এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গে. পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগোবে।
এর প্রভাবে আজ শুক্রবার ও শনিবার হবে ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে। আপাতত পাসিং সাওয়ার রেইন হবে রাজ্যজুড়ে।
শুক্রবার রথযাত্রার দিন রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে। পশ্চিমবঙ্গের সব জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বেশির ভাগ এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে।
ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি।
আজ পুরুলিয়া ও ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আজ কলকাতাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা থেকে বাড়বে বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

