- Home
- West Bengal
- West Bengal News
- নাজেহাল গরমে স্বস্তির পূর্বাভাস, ভাসবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, জেনে নিন কেমন থাকবে শহরের তাপমাত্রা
নাজেহাল গরমে স্বস্তির পূর্বাভাস, ভাসবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, জেনে নিন কেমন থাকবে শহরের তাপমাত্রা
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে শীঘ্রই মিলবে মুক্তি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা। গরমে নাজেহাল প্রায় সকলেই।
একদিকে রোদের তীব্রতা অন্যদিকে প্যাচপেঁচে গরম। সব মিনিয়ে নাভিশ্বাস ওঠার জোগার।
তবে, এই তীব্র গরম মিলল স্বস্তির খবর। আবহাওয়া দফতর সূত্রে খবর, শীঘ্রই শহরে নামবে বৃষ্টি।
ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) সূত্রে খবর, শীঘরই নামবে বৃষ্টি। আগামী ৪ থেকে ৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড় ও বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্র ঝমঝমিয়ে হবে বৃষ্টি। বৃষ্টির পরে আবার সমতল জুড়ে চলবে রোদের ঝলকানি।
জানা গিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই পাঁচ জেলায় হবে বৃষ্টি।
জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।
আজ বাড়বে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় সব জেলায়। পশ্চিমের জেলগুলোতে সম্ভাবনা বেশি।
আজ শহর কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। আজ জেলায় জেলায় হবে বৃষ্টি। তার প্রভাবে অল্প হলেও কমবে গরমের তীব্রতা।

