- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: কমছে নিম্নচাপ-মৌসুমি অক্ষরেখার প্রভাব, দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে ভারী বৃষ্টি?
Weather News: কমছে নিম্নচাপ-মৌসুমি অক্ষরেখার প্রভাব, দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে ভারী বৃষ্টি?
WB Rain Alerts: সোম-মঙ্গলের পর বুধও বঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট। তবে মুষলধারা নয়। বৃষ্টির ঝোড়ে ব্যাটিংয়ে সকাল থেকেই আকাশের মুখভার। কতদিন পর্যন্ত চলবে এই রকম আবহাওয়া? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

কমছে মৌসুমী অক্ষরেখার প্রভাব
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে। এর প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূল ও সংলগ্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলি যেমন- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে পরিমাণ ও ব্যাপকতা কমবে। শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সমম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা উত্তর-পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে হামিরপুর বিস্তৃত হয়েছে। এরপর উত্তর ঝাড়খন্ড ও সংলগ্ন দক্ষিণ বিহারের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
হাওয়া অফিস সূত্রে খবর, মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে প্রবেশ করেছে। উত্তর-পশ্চিম রাজস্থানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানেই দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খন্ডে অবস্থান করছে। স্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খন্ড ও সংলগ্ন দক্ষিণ বিহার এলাকায় অবস্থান। এটি আরো পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তর প্রদেশ এলাকায় ঢুকে পড়বে আগামী ২৪ ঘন্টায়। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।
মাঝারি বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরও কমবে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই কদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং বুধবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি রবি ও সোমবারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। বুধবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

