সংক্ষিপ্ত

তীব্র গরমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ নাজেহাল। বৈশাখের তীব্র দহন এখনই কমছে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে মানুষের দুর্ভোগ মিটছে না।

প্রচণ্ড তাপপ্রবাহ থেকে আশু রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। এমনকী, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিন্তু তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের ৩ জেলা মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক পশ্চিমী বাতাস এবং উত্তর-পশ্চিমী বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে চলেছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে। তাপমাত্রার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশ থাকতে পারে। অন্য জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৮০ শতাংশ থাকতে পারে। দিনের মতো সন্ধের পরেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে। ফলে সারাদিনই অস্বস্তি থাকছে।

কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তাপপ্রবাহ থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। ফলে বেশ কিছুদিন অস্বস্তি অব্যাহত থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Weather News: আজ কলকাতার পারদ পৌঁছবে ৪১ ডিগ্রিতে, প্রবল দাবদহের সতর্কতা জারি কলকাতা-সহ জেলাগুলিতে

তীব্র গরমে ঝলসাবে গোটা দক্ষিণবঙ্গ! কলকাতা সহ বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা

বৃহস্পতিবার থেকে বাড়বে গরম, তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে