সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি। এই কারণে সিবিআই-এর উপর ক্ষুব্ধ নির্যাতিতার বাবা-মা।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্ত যে পথে এগোচ্ছে, তাতে হতাশ ও বিরক্ত নির্যাতিতার বাবা-মা। তাঁরা সরাসরি সিবিআই-এর উপর অনাস্থা প্রকাশ করেছেন। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে আদালতে মিথ্যা বলার অভিযোগ এনেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা সিবিআই-এর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও এনেছেন। নির্যাতিতার বাবা বলেছেন, 'সিবিআই ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল। আমরা হতাশ। কিন্তু তারপরেও সিবিআই-এর কাছে যাওয়া ছাড়া আমাদের সামনে কোনও পথ খোলা নেই।' নির্যাতিতার মা বলেছেন, ‘রাতে ও যে চারজনের সঙ্গে ছিল, তাদের কাউকে গ্রেফতার করেনি সিবিআই। দু’জনকে সাক্ষী রেখেছে, দু’জনকে রাখেনি।’

কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের

আর জি কর মামলায় নির্যাতিতার বাবা-মা সিবিআই তদন্তের উপর অনাস্থা প্রকাশ করে যে অভিযোগ এনেছেন, সে বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, এই মামলা সংক্রান্ত নথি জমা দিতে হবে সিবিআই-কে।

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া অন্য কাউকে দোষী সাব্যস্ত করার আশা দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে শুনানির সময় নির্যাতিতার বাবা-মা দাবি করেছিলেন, আদালতে মিথ্যা বলছে সিবিআই। তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখছে না সিবিআই। তাঁদের কিছুই জানানো হচ্ছে না। ৯০ দিন পরেও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। বিচার প্রক্রিয়ায় খুঁত রয়েছে বলেও দাবি নির্যাতিতার পরিবারের। তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত শেষ করে ন্যায়বিচারের ব্যবস্থা করা হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আরজি কর হাসপাতালের চিকিৎসক হত্যার বিরাট রহস্য এল প্রকাশ্যে! সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আরজি কর আন্দোলনের নামে 'নাচনকোদন গিটার সবই হয়েছে', আবার বেফাঁস তৃণমূলের লাভলি

YouTube video player