সংক্ষিপ্ত
আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে কমবে পারদ। জেনে নিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সকল জেলায় গোটা দিন কেমন আবহাওয়া থাকতে পারে।
গোটা দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় তাপমাত্রা কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। সকাল থেকে মেঘলা আকাশ নজর কেড়েছে সকলের। ফলে আবহাওয়া কেমন থাকবে গোটা দিন তা জানতে আগ্রহী সকলে। সদ্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেই কথা। জানা গিয়েছে, কেমন কাটবে দিন। গোটা দিন আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। বিশেষজ্ঞদের মতে, আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে কমবে পারদ। জেনে নিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সকল জেলায় গোটা দিন কেমন আবহাওয়া থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীত চলবে। তারমাত্রা আরও একটি নামতে পারে। এমনকী, সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা ও মাঝারি কুয়াশা থাকবে। তেমনই হাওয়া অফিস সূত্রে খবর, আরও কিছুদিন এমনটাই শীতের দাপট থাকবে সমস্ত উত্তরবঙ্গের জেলাতেও। সেখানে শীত সব সময় দক্ষিণের থেকে বেশি পড়ে। দার্জিলিং-র উঁচু এলাকায় তুষারপাত হওয়া সম্ভাবনার কথাও জানা গিয়েছে। দার্জিলিং ও কালিম্পং-র পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। তেমনই বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হবে। তেমনই উত্তরবঙ্গের জেলা যেমন আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদাতেও একই রকম ঠান্ডা পড়বে।
এদিকে আবার রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা। ইতিমধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা নেমে গিয়েছে। পারদ-পতনের উত্তরবঙ্গকে টেক্কা দিয়েছে দক্ষিণবঙ্গ। আজ কলকাতার তাপমাচ্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ঠান্ডা চলবে। তাপমাত্রা আরও নামতে পারে বলে খবর। হালকা থেকে মাঝারি কুয়াশাও হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
এতখানি নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এমন ঘটনা ঘটল? লোকসভার ঘটনায় প্রশ্ন বিমান বন্দোপাধ্যায়ের
Barddhaman Station: বড়সড় বিপর্যয় বর্ধমান স্টেশনে, জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে মৃত ৩