- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলা! দেখুন পূর্বাভাস
Weather Update: সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলা! দেখুন পূর্বাভাস
বিহার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কম, বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উইকেন্ডে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা, তাপমাত্রা বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে।
তবে সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, ও নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে।
রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে।
উইকেন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আবহাওয়ার পরিবর্তন মঙ্গলবার থেকে।

