ময়দানে না থাকলেও বন্ধ নেই কাজ। জেলের ভিতর বসে দিব্য চলছে কাজকর্ম, হুমকি-ফোন। আর কারও নয় কথা বলছি একদা সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের। ED-র ওপর হামলার ঘটনায় এখনও জেলবন্দি উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির বহিস্কৃত তৃণমূল (TMC News) নেতা শেখ শাহজ

সন্দেশখালি: ময়দানে না থাকলেও বন্ধ নেই কাজ। জেলের ভিতর বসে দিব্য চলছে কাজকর্ম, হুমকি-ফোন। আর কারও নয় কথা বলছি একদা সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের। ED-র ওপর হামলার ঘটনায় এখনও জেলবন্দি উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির বহিস্কৃত তৃণমূল (TMC News) নেতা শেখ শাহজাহান।

অভিযোগ, জেলের ভিতর বসেই এলাকার লোকজনকে ফোন করে হুমকি দিচ্ছে শাহজাহান। আর জেলবন্দি সন্দেশখালির বাঘের ভয়ে আড়ষ্ট কয়েকটি পরিবার। জানা গিয়েছে, সন্দেশখালির পুরাতন সরবেড়িয়া এলাকার একটি পরিবারকে প্রতিনিয়ত ফোনে হুমকি দিচ্ছে শাহজাহান ও তার বাহিনী। অভিযোগ, সন্দেশখালির সরবেড়িয়া মোড়ে 'শাহজাহান' নামের একটি মার্কেট আছে। সেই বাজারটি মণ্ডল পরিবারের বলে দাবি হুমকি ফোন পাওয়া পরিবারের। যদিও এই হুমকি ফোনের সত্যতা যাচাই করেনি Asianet News Bangla

ঠিক কী অভিযোগ উঠেছে শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে?

সূত্রের খবর, বেআইনি ভাবে শাহজাহানের দখলকৃত নিজেদের জমি ফিরে পেতে সরবেড়িয়ার মণ্ডল পরিবার দ্বারস্থ হয়েছিলেন ED-CBI এর। যদিও সেই মামলা এখনও ঝুলেই রয়েছে। এই পরিস্থিতিতে বারবার শাহজাহান বাহিনীর হুমকির মুখে পড়তে হচ্ছে ওই পরিবারকে। এমনটাই অভিযোগ উঠে আসছে।

ওই পরিবারের আরও অভিযোগ যে, অতি সম্প্রতি শাহজাহানের (Sheikh Shahjahan) এক অনুগামী নাম মফিজুল মোল্লা। সে ফোন করে মণ্ডল পরিবারের এক সদস্যের ফোনে। ফোন ধরতেই কলটি সঙ্গে সঙ্গে কনফারেন্স (Conference Phone Call) এ নিয়ে বলা হয়- 'ভাইয়ের সঙ্গে কথা বল, বাই ফোন করেছে'। (এই হুমকি ফোনের সত্যতা যাচাই করেনি Asianet News Bangla)।

মণ্ডল পরিবারের আরও অভিযোগ (West Bengal News), ফোন কানে নিতেই ওপার থেকে ভেসে আসে জেলবন্দি শেখ শাহজাহানের কন্ঠস্বর। তাঁদের বলা হয়, 'খুব বার বেড়েছিস। জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। বোমাবাজি করে সব বন্ধ করে দেব। বাড়ি থেকে বেরনো বন্ধ হয়ে যাবে।'

এদিকে গোটা বিষয়টি নিয়ে রীতিমত আতঙ্কে ভুগছে মণ্ডল পরিবারের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা। বাজারঘাটে যেতে হলে পাড়ার লোককে সঙ্গে নিয়ে বেরোতে হচ্ছে (Sandeshkhali News)।

অন্যদিকে যার ফোনে শাহজাহান ফোন করেছিল সেই মফিজুল দাবি করে জানিয়েছেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তার ফোনে এরকম ধরনের কোনও ফোনই আসেনি। প্রসঙ্গত- গত বছর ৫ জানুয়ারি রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি গিয়ে শাহজাহান ও তার অনুগামীদের হাতে আক্রান্ত হন ED আধিকারিকরা। সেই ঘটনার পর প্রকাশ্যে আসে সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা। জমি দখল, মাছের ভেড়ি দখল করে ব্যবসা সহ একাধিক অভিযোগ। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার হন শাহজাহান ও তার কয়েকজন অনুগামী। রাজ্যের গণ্ডি ডিঙিয়ে ঘটনার জল গড়ায় জাতীয় রাজনীতিতে। নারীদের ওপর নির্যাতন-ধর্ষনের ঘটনায় সারাদেশে তোলপাড় ফেলে দেওয়া সন্দেশখালির সেই বাঘ এখনও জেলবন্দিই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে