- Home
- West Bengal
- West Bengal News
- এবার বাংলাতেও SIR? ঝামেলা এড়াতে এখন থেকে গুছিয়ে হাতের কাছে রাখুন এই ১১টি নথি
এবার বাংলাতেও SIR? ঝামেলা এড়াতে এখন থেকে গুছিয়ে হাতের কাছে রাখুন এই ১১টি নথি
SIR In Bengal: বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এবার বাংলাতে SIR-এর প্রস্তুতি শুরু করছে কমিশন। হাতের কাছে রাখুন এই ১১টি নথি।

বাংলায় এবার SIR?
বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। নভেম্বর মাসে বিহার বিধানসভায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার পালা বাংলার? তেমনই বলছে ওয়াকিবহাল মহল।
বাংলায় SIR-এর প্রস্তুতি
নির্বাচন কমিশন এবার বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চালু করতে পারে। তেমনই বলছে একটি সূত্র। তারই প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের আধিকারিকরা বাংলায় এসেছে। বাংলার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় বাংলায়তেও যে বিধানসভা ভোটের আগে SIR হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
SIR-র জন্য নিজেকে প্রস্তুত রাখুন
বাংলায় যদি SIR হয় তাহলে তার জন্য বাংলার ভোটারদের প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছেই রাখা জরুরি। যাতে অযথা হয়রানি না হতে হয় তারজন্য়ই এই নথিগুলি এখন থেকেই গুছিয়ে হাতের কাছে রাখুন।
১১টি নথি গুরুত্বপূর্ণ
বিহারে SIR-এর জন্য ১১টি নথি লেগেছিল নাগরিক বা ভোটারদের জন্য। আর ভোটার তালিকায় নাম তোলার জন্য ১১টি নথির প্রয়োজন। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ১১টি নথির মধ্যে কোনও একটি বা দুটি বা তারও বেশি নথি দিয়ে গণনা ফর্ম পুরাণ করতে হবে। এনুম্যারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে সেই নথিগুলি।
১১টি নথি হল-
নির্বাচন কমিশনের তালিকাবদ্ধ ১১টি নথি হল-
১। কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার।
২।০১.০৭.১৯৮৭ - এই তারিখের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা প্রদত্ত যে কোনও পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি।
৩। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বাা বার্থ সার্টিফিকেট।
৪। পাসপোর্ট
৫। স্বীকৃতি পর্যদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬। রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র
৭। বনভূমি অধিকার শংসাপত্র
৮। সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায়, তফশিলিজাতি, উপজাতি, বা অন্য কোনও জাতিগত শংসাপত্র।
৯। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (যাদের হয়েছে
১০। রাজ্য বা স্থানীয় কর্ত়ৃপক্ষের দেওয়া পরিবারপঞ্জি বা ফ্যামেলি রেজিস্টার।
১১। জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল।

