শুধু বকেয়া DA নয়! সঙ্গে দিতে হবে ১০% সুদ-সহ HRA, দাবি ইউনিটি ফোরামের
Dearness allowance: ইউনিটি ফোরাম এর আহ্বায়ক দেবপ্রসাস হালদার সম্প্রতি একটি বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা -সহ একাধিক দাবিদাওয়ার বিষয়টি সামনে এসেছে।

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। পূর্বেই সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ-র মাত্র ২০ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই পথে হাঁটেনি রাজ্য। উল্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় তারও কথা বলেছে সুপ্রিম কোর্ট। মোটকথা সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। এই পরিস্থিতিতেই রাজ্যের সরকারি কর্মীরা নতুন দাবি করেছেন।
ইউনিটি ফোরামের দাবি
ইউনিটি ফোরাম এর আহ্বায়ক দেবপ্রসাস হালদার সম্প্রতি একটি বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা -সহ একাধিক দাবিদাওয়ার বিষয়টি সামনে এসেছে। কীসের ভিত্তিতে কর্মীরা এই দাবি করছেন তারও বিষয় ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেছেন রাজ্য সরকার সরকারি কর্মীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই অভিযোগও করেন। তিনি বলেছেন শুধু ডিএ নয়, রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ১০ শতাংশ এইচএআর।
ইউনিট ফোরামের মতে বকেয়া ও তার পরিমাণ
ইউনিট ফোরামের মতে ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ ৩১ এপ্রিল পর্যন্ত মোট ২৭ মাসের বকেয়া তা আদের দেওয়া হয়নি। রোপা ২০০৯-এর অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। ইউনিট ফোরাম বলেছে, কোনও সরকারই এই টাকা বাজেয়াপ্ত করতে পারে না। ইউনিট ফোরাম জানিয়েছে একই সঙ্গে রোপা-২০১৯-এর অধীনে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ -এর ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৮ মাসের বকেয়া মোটানোর দাবিও করেছেন।
সুদ ও ভাতার পরিমাণ
বার্ষিক ১০ শতাংশ সুদ
ফোরামের তরফে দাবি করা হয়েছে যে সমস্ত বকেয়া টাকার ওপর বার্ষিক ১০ শতাংশ হারে সুদ দিতে হবে। যেহেতু এই টাকা দেওয়া হয়নি। সেই কারণে সরকারি কর্মীরা ক্ষতিপুরণ পেতে বাধ্য।
সম্পূর্ণ ভাতা
তাঁদের দাবি শুধু মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে বাড়ি ভাড়া ভাতা , পরিবহন ভাতা, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সমস্ত ভাতা ২০০৬ সালের ১লা জানুয়ারী থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে হবে।
বৈষম্যের অভিযোগ
রাজ্য় সরকারি কর্মীদের পক্ষ থেকে বৈষম্যের অভিযোগ করা হয়েছে। তাদের কথায় বঙ্গ ভবনের সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডিএ পেতে পারেন। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কেন কেন্দ্রের হারে ডিএ পাবেন না? এই বৈষম্য দূর করার জন্য সমস্ত সরকারি কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেছেন তিনি।

