Smart classroom: খুদে পড়ুয়াদের মধ্যে আকতর্ষণ বাড়াতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো হবে টিভিতে। ক্লাসে থাকবে আধুনিক ডিসপ্লে বোর্ড। পড়ার একঘেয়েমি কাটাতে খুদে পড়ুয়াদের জন্য থাকবে নানা খেলার সামগ্রী। খাবারের তালিকা লেখা থাকবে দেওয়ালে।

Smart classroom at ICDS centers: রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে এবার অভিনব উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পড়াশুনায় আকর্ষণ বাড়াতে চালু করা হবে স্মার্ট ক্লাসের। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরসভা এলাকায় স্মার্ট ক্লাস চালু হয়েছে প্রাথমিক স্কুলে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে চেতলা এলাকায় মেয়র’‌স স্কুলে স্মার্ট ক্লাস হয়েছে। এছাড়াও এই উদ্যোগ দেখা যায় অনেকগুলো সরকারি স্কুলে। এবার রাজ্য সরকার সেই সিস্টেমকে একেবারে গ্রামবাংলার প্রান্তিক স্তরে নিয়ে আসতে চাইছে। ছোট থেকেই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবার স্মার্ট ক্লাস করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। সূত্র মারফত জানা গিয়েছে, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির স্কুলে শিশুদের জন্য থাকবে টিভি, ডিসপ্লে বোর্ড, খেলার সামগ্রী সহ নানা আকর্ষনীয় আয়োজন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়াদের পড়ার প্রতি বাড়তি আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, মিড–ডে মিলের সঙ্গে আধুনিক শিক্ষার ছোঁয়া পেলে স্কুলছুট অনেকটাই কমে যাবে। প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চ–প্রাথমিক শিক্ষায় আগ্রহ বাড়বে পড়ুয়াদের। সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

কেমন থাকবে অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্রের ক্লাসরুম? খুদে পড়ুয়াদের মধ্যে আকতর্ষণ বাড়াতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো হবে টিভিতে। ক্লাসে থাকবে আধুনিক ডিসপ্লে বোর্ড। পড়ার একঘেয়েমি কাটাতে খুদে পড়ুয়াদের জন্য থাকবে নানা খেলার সামগ্রী। খাবারের তালিকা লেখা থাকবে দেওয়ালে। আর এভাবেই স্কুলে আসার প্রতি টান অনুভব করবে খুদে পড়ুয়ারা। সূত্রের খবর এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই।

প্রত্যেক জেলায় এমন ক্লাসরুম হলে শিশু পড়ুয়াদের মধ্যে পড়ার আগ্রহ যেমন বাড়বে তেমনি এমন সুন্দর পরিবেশ দেখলে অভিভাবকরাও পড়ুয়াদের নিয়মিত স্কুলে নিয়ে আসবেন। সূত্র মারফত জানা গিয়েছে,পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আর্থিক খরচ করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টিভি সহ আকর্ষণীয় খেলার সামগ্রী পেলে ক্লাসরুমে মেতে থাকবে শিশুরা। শিক্ষার প্রসারে স্মার্ট ক্লাস চালুর ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদ থেকে পড়ুয়াদের অভিভাবকেরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।