গত লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি এবার রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরে যাচ্ছেন। অন্য কেউ রাজ্য বিজেপি-র হাল ধরবেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করবে বিজেপি? না কি পুরনো দায়িত্বে ফিরবেন দিলীপ ঘোষ? সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নতুন কেউ কি রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন? গেরুয়া শিবিরে এখন এই জল্পনা চলছে। আগামী মাসেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে। শুভেন্দু, দিলীপের পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে আছেন অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, রথীন ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা নতুন রাজ্য বিজেপি সভাপতির নাম ঠিক করবেন। আরএসএস-এর মতামতও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরএসএস-এর প্রাক্তন কর্মী দিলীপ। তিনি আরএসএস-এর সংগঠন ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েই বিজেপি সভাপতি হন। তাঁর নেতৃত্বে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করে বিজেপি। তবে এরপর দিলীপকে সরিয়ে দেওয়া হয়। সুকান্তর নেতৃত্বে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করে বিজেপি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় ভালো ফল করতে পারেনি বিজেপি। ২০২৬ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে বিজেপি নেতৃত্ব। এই কারণেই সুকান্তর পরিবর্তে ফের দিলীপকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
বাজেট অধিবেশনের পর রাজ্য বিজেপি সভাপতি বদল
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার পর রাজ্য বিজেপি সভাপতি হিসেবে নতুন কারও নাম ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত। তাঁর পক্ষে জোড়া দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এই কারণেই আগামী বিধানসভা নির্বাচনের আগে পূর্ণ সময়ের রাজ্য বিজেপি সভাপতিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র ফল ভালো না হওয়ায় দলীয় নেতা-কর্মীরা হতাশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেড় বছরও নেই। এই কারণেই সুকান্তর পরিবর্তে নতুন কাউকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
রাজ্য বিজেপি সভাপতি হবেন শুভেন্দু
২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি-র সেনাপতি হিসেবে ছিলেন শুভেন্দু। কার্যত তাঁর নেতৃত্বেই লড়াই করে বিজেপি। কিন্তু ২০১৯ সালের তুলনায় আসন কমে যায়। ফলে এবার শুভেন্দুকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নেতাজির মৃত্যুদিবস উল্লেখ রাহুল গান্ধীর, 'ক্ষমা চাইতে হবে,' তোপ সুকান্ত মজুমদারের
বিজেপির সাংগঠনিক বৈঠকে স্বস্তি পান না শুভেন্দু! অনুপস্থিতি নিয়ে বলেছেন সুকান্ত মজুমদার

