- Home
- West Bengal
- West Bengal News
- Suvendu Adhikari: 'রোহিঙ্গা ঢুকিয়ে কলকাতার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Suvendu Adhikari: 'রোহিঙ্গা ঢুকিয়ে কলকাতার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Suvendu Adhikari News: রোহিঙ্গা ইস্যুতে ফের আরও একবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? জানুন বিশদে…

মমতাকে তোপ শুভেন্দুর
কেন্দ্রের নোটিফিকেশন নিয়ে মমতার বক্তব্য টেনে পাল্টা তাঁকেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারী ইস্যুতে ফের একবার তৃণমূল সুপ্রিমোকে তুলোধনা করলেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বিজেপির প্রতিবাদ
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে বুধবার বিধানসভা থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন উপস্থিত ছিলেন বিজেপি বিধায়করাও।
বাদ দেওয়া হবে অনুপ্রবেশকারীদের
এদিন অনুপ্রবেশকারী ইস্যুতেও সুর চড়ান শুভেন্দু অধিকারী। জানান বিহারের মতো বাংলাতেও বাদ যাবে অনুপ্রবেশকারীরা।
তালিকা দরে শুভেন্দুর দাাবি
এদিন নির্বাচন কমিশনের অফিস থেকে সাংবাদিক বৈঠকে তিনি মনে করিয়ে দিয়েছেন, যারা অনুপ্রবেশকারী, তারা বাদ যাবেই। শুভেন্দু বলেন, ‘’বিহারে ৩০ লক্ষ বাদ গেলে বাংলায় ৯০ লক্ষ বাদ যাবে।''
বাংলার জনসংখ্যা বৃদ্ধি নিয়েও সরব শুভেন্দু
একই সঙ্গে বিগত কয় বছরে বাংলার জনসংখ্যা যে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে সে কথাও এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
বাংলার বৃদ্ধি নিয়ে উদ্বেগ শুভেন্দুর
তিনি আরও বলেন, ‘’জাতীয় গড়ের থেকে বাংলার বৃদ্ধি ১০ শতাংশ বাড়ানো। ভোটার বেড়েছে ২৫ শতাংশ। ২০১৪ থেকে ২০২৪ সালে মেখলিগঞ্জে ভোটার বেড়েছে ২৪.৭৭ শতাংশ। মাথাভাঙায় বেড়েছে ২১.৭৯ শতাংশ।''
সীমান্তে ভোটারের সংখ্যা বৃদ্ধি
শুভেন্দু আরও অভিযোগ করে বলেন, ‘’নয়টি বাংলাদেশ সীমানা লাগোয়া জেলায় ভোটার বৃদ্ধি গড়ে ২০ থেকে ৩০ শতাংশ। এমনকি কলকাতাতেও রাজারহাট ও কসবার ডেমোগ্রাফি রোহিঙ্গা ঢুকিয়ে পাল্টে দিয়েছে।''

