সংক্ষিপ্ত

বীরভুমে উদ্ধার বোমা তৈরির মশলা! তৃণমূলের নির্দেশেই নাকি মজুত করা হয়েছিল আগ্নেয়াস্ত্র জানাল দুষ্কৃতী

বাড়িতে মজুত বোমা তৈরির মশলা! তৃণমূলের নির্দেশেই নাকি মজুত রাখা হয়েছিল বোমা তৈরির মালপত্র। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বীরভূমে। ইতিমধ্যেই ঘটনার পূর্ণ তদন্ত করতে আর্জি জানিয়েছে বিজেপি।

বীরভুমের সদাইপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। শেখ সবুর নামের এক দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুরের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়, এক নলা বন্দুক, এক রাউন্ড গুলি ও বোমা তৈরির মশলা। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় শেখ সবুরকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানানয়, "

"তৃণমূল নেতাদের নির্দেশেই বাড়িতে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিলাম।"

এমনকী কোন নেতার নির্দেশে বোমা মজুত রাখা হয়েছিল তার নামও ফাঁস করে দেয় সবুর। সবুর জানায় "স্থানীয় তৃণমূল নেতা আতাই ও স্থানীয় এক তৃণমূল নেতা ও তাঁর সঙ্গী রাকিবুল আমাকে বাড়িতে মালগুলি রাখার নির্দেশ দিয়েছিল। তাই, আমি রেখেছিলাম।"

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। তিনি জানান, "আমি এই কথা প্রথম শুনলাম। বোমা-বারুদ অস্ত্র নিয়ে যাঁরা খেলছে পুলিশ তাঁদের ধরছে। তদন্ত করবে। কেউ যদি সত্যিই এমন করে থাকে তাহলে সে শাস্তি পাবে। এসবের সঙ্গে তৃণমূল নেই।"