- Home
- West Bengal
- West Bengal News
- ৬৮০ হাজার কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, জানুন কোথায় খরচ হবে এই বিপুল অর্থ
৬৮০ হাজার কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, জানুন কোথায় খরচ হবে এই বিপুল অর্থ
পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই অর্থ পেল রাজ্য।

রাজ্য়কে টাকা কেন্দ্রের
পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই অর্থ পেল রাজ্য। তবে এই টাকা কোথায় খরচ করা হবে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার
গ্রামীণ উন্নয়নমূলক কাজ
কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা গ্রামীণ উন্নয়নমূলক কাজে খরচ করা হবে। রাজ্যের ৩২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি ও ২১টি জেলা পরিষদের কাছে এই টাকা পৌঁছে গেছে বলে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে।
কেন্দ্রের বিবৃতি
কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানান হয়েছে, পশ্চিমবঙ্গকে এই টাকা গত ৬ অক্টোবর বুধবার হস্তান্তর করা হয়েছে। সংযুক্ত অনুদান খাতে পশ্চিমবঙ্গ গত বছর এই বছর সবমিলিয়ে ৪ হাজার ১৮১ কোটি ২৩ লক্ষ টাকা পেয়েছে। তবে পুরো টাকা সংযুক্ত অনুদান খাতের নয় বলেও জানিয়েছে।
অন্যখাতের টাকা
কেন্দ্রীয় সরকার জানিয়েছে সদ্য পাওয়া ৬৮০ কোটি টাকা সহ গত অর্থবর্ষ থেকে এপর্যন্ত রাজ্য পেয়েছে ২ হাজার ৮২ কোটি ১৩ লক্ষ টাকা। এটি সংযুক্ত অনুদান খাতে। বাকি ২ হাজার ৯৯ কোটি ১০ লক্ষ টাকা রাজ্য পেয়েছে আবদ্ধ অনুদান খাতে। যা রাজ্যের বাঁধা অনুদান।
টাকা খরচে স্বাধীনতা
সংযুক্ত অনুদান খাতে খরচের অর্থ হল কোন কাজে খরচ করা হবে সেই সিদ্ধান্ত পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি নিতে পারে। স্থানীয় চাহিদা বা প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় বরাদ্দ অর্থ খরচের স্বাধীনতা রয়েছে পঞ্চায়েতের।
আবদ্ধ অনুদান
আবদ্ধ অনুদান খাতে পাওয়া তহবিল খরচের বিষয়ে কোনও স্বাধীনতা থাকে না। যে ধরনের পরিকাঠামো নির্মাণের কথা উল্লেখ করে এই টাকা কেন্দ্র পাঠায় সেই ক্ষেত্রেই টাকা খরচ করতে হয় ।

