সংক্ষিপ্ত
অগ্নিমূল্য বাজার! সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, কত টাকা কেজি আলু, পেঁয়াজ?
বাজারের দাম কমানোর জন্য বিশেষ টিম গঠন করে বাজারে বাজারে পাঠাচ্ছে তৃণমূল সরকার। যাতে তাড়াতাড়ি সবজির দাম কমানো হয়, তা নিয়ে কড়া হুঁশিয়াড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু তাতেও বিন্দুমাত্র হের ফর হয়নি বাজারের। এখনও সবজির চড়া দাম বাজারে। আজ ২১ জুলাইও সাধারণ সবজির দাম অগ্নিমূল্য।
বেগুন কিলোপ্রতি ১০০ টাকা, টমেটো ১০০ টাকা কেজি, কুমড়ো ৫০ টাকা কেজি, লঙ্কা ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজি।
আলু ৩৪ টাকা কেজি অনেকে আবার ৩৬ থেকে ৩৮ টাকা কেজি। পেঁয়াজের দাম ৫০ টাকা আবার কোথাও কোথাও ৫৬ টাকা কেজি পেঁয়াজের দাম।
তবে কেন এত অগ্নিমূল্য বাজার তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। সবজি বিক্রেতারা জানিয়েছেন ২ থেকে ৩ টাকা লাভ রেখেই তারা সবজি বিক্রি করছেন। কম দামে সবজি পেলে কম দামেই তারা বিক্রি করবেন।