দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা । এর সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার সম্ভাবনা দেখা দিতে পারে বেশ কিছু জায়গায় ।
শেষ বেলায় শীতের লুকোচুরি । হালাকা শীতের আমেজ থাকলেও কার্যত উধাও ঠান্ডা। কখনও গরম তো কখনও তাপমাত্রা কিছুটা কমছে। আর এতে করেই অনেকেরই শরীর অসুস্থ হয়ে পড়ছে। তাপমাত্রার এই উঠা নামায় কারও জ্বর, সর্দি, কাশি শুরু হয়েছে। সকলেরই মনে একটাই প্রশ্ন তবে কি এবছরের মতো শীত বিদায় নিল? অনেকেই রগম পোষাক , লেপ কম্বল তুলে দিয়েছেন । কোথাও কোথাও ফ্যান চালানোও শুর হয়েছে। বলা ভালো আবহাওয়ার যা পরিস্থিতি তাতে হয়ত আর তেমন ঠান্ডা পড়ার ইঙ্গিত মিলছে না।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা কিছুটা বাড়বে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা । এর সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার সম্ভাবনা দেখা দিতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার বেশকিছু জায়গায় । দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ক্ষেত্রে ২০০ মিটারের নীচে চলে যাবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী দু-দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে।
এক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মতুন এক আশার কথা শুনিয়েছে আবহাওয়াবিদরা। তারা পূর্বাভাস দিয়েছেন দার্জিলিংয়ে সামান্য সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের । অন্যদিকে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে বলেই জানা গেছে । এর প্রভাবে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর কারণেই এমন ধরনের আবহাওয়া চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে।
স্বাভাবিকভাবেই এই আবহাওয়ার উপর নির্ভর করে রাতে ঘুমাতে গিয়ে আর কম্বলের দরকার পড়ছে না। হালকা কাঁথা বা মোটা চাদরেই কাজ মিটে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট বলেছে, আপাতত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তাই গরমের দিন যে খুব দূরে নয়, তা স্পষ্ট হতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
