সংক্ষিপ্ত
রাজ্যে বাড়ছে হুড়মুড়িয়ে অনাহার ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা! ক্ষোভ উগড়ে গিলেন রাজ্যপাল
বাংলায় বাড়ছে অনাহার ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা? এবার এই নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করলেন সিভি আনন্দ বোস। গান্ধী জয়ন্তীতে এভাবেই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল। তবে এই কথা পাল্টা উত্তরও দিয়েছে তৃণমূলও। এই নিয়ে মহালয়ার দিনে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।
তবে রাজ্যপাল ভার্সেস রাজ্য সরকারের সংঘাত নতুন নয়, এই সংঘাত দিন দিন বেড়েই চলেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই তুমুল বিরোধ বাঁধে রাজ্য ও রাজ্য়পালের মধ্যে। এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্তও মামলা গড়িয়েছে। বুধবার ফের রাজ্যের বিরুদ্ধে একরাশ অভিযোগ করেন রাজ্যপাল, তিনি জানান, "এমন এক পবিত্র দিনে গান্ধীজিকে শ্রদ্ধা জানাচ্ছি। এই দিনে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমরা খবর পাই মানুষ না খেয়ে মারা যাচ্ছে। বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কর্মসংস্থান কমছে। এরকম জিনিস সভ্য সমাজে ঘটা উচিত নয়। এমনটা গান্ধীজি চাননি। রাজ্য সরকারের উচিত দেখা যেন রাজ্য থেকে কেউ না যান। না খেয়ে মারা না যায়। এটাই আজ শপথ নেওয়া।"
তিনি আরও বলেছেন “এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, কোন সভ্য সমাজে এই অনাহারের ঘটনা থাকতে পারে না। রাজ্য সরকারের দেখা উচিত।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।