যুবতী জানায়, কোচবিহারের বিভিন্ন সিনেমা হলে গিয়েও অভিযুক্ত ওই যুবক তার সঙ্গে শারিরিক সম্পর্কেও জড়ায়। কিন্তু যতবারই বিয়ের কথা বলেছেন প্রেমিকা ততবারই বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত। আর এই আচরণে সন্দেহ তৈরি হয় বলে দাবি যুবতীর। 

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের গড়ে ওঠে সম্পর্ক। ধীরে ধীরে তা গড়ায় প্রেমের পর্যায়ে। প্রায় দু'বছরের বেশি সময় এই এই সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। বিয়ের কথা বলতেই পিছিয়ে যায় প্রেমিক । এমনকি নানাভাবে হেনস্থা করা হয় যুবতীকে। যুবকের পরিবারে সব কথা জানালেও কোন সুরাহা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী। ঘটনার কথা জানাজানি হতেই পলাতক প্রেমিক। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পেস্টারঝাড় সংলগ্ন এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

জানা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ২ বছর আগে সম্পর্ক তৈরি হয় যুবতীর সঙ্গে অভিযুক্ত যুবকের। এরপর একাধিকবার একাধিক জায়গায় যাওয়ার সুবাদে তাদের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করে প্রেমিক। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। যুবতী জানায়, কোচবিহারের বিভিন্ন সিনেমা হলে গিয়েও অভিযুক্ত ওই যুবক তার সঙ্গে শারিরিক সম্পর্কেও জড়ায়। কিন্তু যতবারই বিয়ের কথা বলেছেন প্রেমিকা ততবারই বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত। আর এই আচরণে সন্দেহ তৈরি হয় বলে দাবি যুবতীর।

এরপরেই ওই নির্যাতিতা যুবতী বিয়ের দাবিতে ধর্না দিতে বসে অভিযুক্ত যুবকের বাড়িতে। সেই সময় তাঁকে খারপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী রাতে নির্যাতিতা ওই তরুণীকে নিজের বাড়িতে অভিযুক্তের বাড়ির সদস্যরা দিয়ে আসে বলেও অভিযোগ। ঘটনার পরের দিন নির্যাতিতার বাড়ি থেকে অভিযুক্ত যুবকের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনা দুপক্ষের তীব্র বচসা তৈরি হয় বলে জানা যায়। শেষমেষ এই ঘটনার বিষয় উল্লেখ করে কোচবিহার সদর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুবতীর পরিবার । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।