সংক্ষিপ্ত
কলকাতার কলেজে সরস্বতী পুজো বন্ধ করার জন্য হুমকি দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে।
সরস্বতী পুজো বন্ধ করার হুমকি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা। কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো করলে খুন-ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা সাব্বির আলির বিরুদ্ধে। নদিয়া জেলাতেও বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধের ফতোয়া দেওয়া হচ্ছে। নবদ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পোস্টার পড়েছে। এই পোস্টারে লেখা, ‘কোনও সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা যাবে না।’ হরিণঘাটার এক স্কুলে সরস্বতী পুজো করলেন প্রধান শিক্ষককে বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাতেও রাজ্যের শাসক দলের নাম জড়িয়েছে। এসব ঘটনার কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজো বন্ধের হুমকি!
যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এবার সরস্বতী পুজো বন্ধ করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেছেন, 'হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এ জিনিস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এ জিনিস চালাচ্ছে। কারণ, তার ৩০-৩২ শতাংশ ফিক্সড ভোটব্যাঙ্ক রয়েছে। বাকি গরিব হিন্দুদের কোথাও শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না। কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য রাজ্যের ৭০ শতাংশ হিন্দুর প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। সিপিএমের সরকারও কখনও তাদের সময় এসব জিনিস করেনি।'
মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার
মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বিরোধী দলনেতা আরও বলেছেন, 'এখানে অন্য ধর্মের যে ধর্মীয় নেতারা রয়েছেন, তাঁরা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার।' রবিবার ও সোমবার রাজ্যে সরস্বতী পুজো হতে চলেছে। কোথাও জোর করে সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সরস্বতী পুজো পড়েছে দু দিন ধরে, জেনে নিন হাতেখড়ি দেওয়ার সঠিক সময় কোনটি
Saraswati Puja: স্কুলে সরস্বতী পুজো করলে ২৪ ঘণ্টায় বদলি! প্রধান শিক্ষককে হুমকি TMC-র বুথ সভাপতির