- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ উত্তরে
Weather Update: সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ উত্তরে
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

ক্যালেন্ডার জানান দিচ্ছে ভাদ্র শেষ শুরু হয়েছে আশ্বিন। কিন্তু, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। এই কারণ ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, এখনও দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তেমনই উত্তরে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
সাগরে কিছুদিন আগেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এখন তা পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তটি এখন দেড় কিমি উঁচুতে এক প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যার জেলে চলবে বৃষ্টি।
জানা গিয়েছে, এর জেরে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শনিবার সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং অলিপুরদুয়ারে। উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। সেখানে বিক্ষিপ্ত ভাবে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের দুই জায়গায়। আজ বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হলেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ও রবিবার সতর্কতা জারি আছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে। তেমনই সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টি হতে পারে।

