- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
Weather Update: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
বিশ্বকর্মা পুজোর দিন ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চারিদিকে আজ সাজো সাজো রব। কারণ আজ মণ্ডপে মণ্ডপে পুজিত হবেন বিশ্বকর্মা। বিভিন্ন অফিস থেকে শুরু করে কারখানা, বিভিন্ন দোকানে পুজিত হন বিশ্বকর্মা। এই উৎসবের দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চিন্তিত প্রায় সকলে। কারণ শেষ কিছুদিন ধরে টানা চলছে বৃষ্টি। ফলে আজ কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে চিন্তিত সকলে।
ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিন হাওয়া অফিস। আজ মূল ভাসবে পাঁচ জেলা। আগামী কাল থেকে কমতে পারে বৃষ্টি। এমনই জানাল হাওয়া অফিস।
তেমনই আজ বৃষ্টি থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের। আজ দক্ষিণবঙ্গেও হবে ঝড় বৃষ্টি। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। অর্থাৎ আজ ভাসবে একাধিক জেলা। আজ বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তেমনই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এমনই খবর হাওয়া অফিস সূত্র।
আজ দক্ষিণের প্রায় সব জেলাতেই আছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই বৃষ্টি চলবে টানা তিন দিন। তবে আগামী কাল থেকে কমতে পারে বৃষ্টিক দাপট। আজ থাকবে মূলত মেঘলা আকাশ। আজ সারা দিন হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতাতেও। গোটা দিন থাকবে মেঘলা আকাশ। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি। বৃষ্টির কারণে কমবে গগরম।

