সংক্ষিপ্ত

এবার ভোটের প্রচারে এসে ভরা সভায় বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুরু হয়ে গিয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। জোর কদমে চলছে শাসক-বিরোধী লড়াই। কেউই কাউকে ছাড়ছে না। ভোটের প্রচারে গিয়ে একে অপরকে কটাক্ষে জেরবার করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কখনও আক্রমণ আবার কখনও পাল্টা আক্রমণে কেঁপে উঠছে ভোট প্রচারের সভাগুলি।

এবার ভোটের প্রচারে এসে ভরা সভায় বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ডানকুনিতে এক জনসভায় গিয়েছিলেন কল্যাণ। সেখান থেকেই তিনি বললেন, " তাকে আমি জ্যান্ত রাখব না। আমার পোলিং এজেন্টের গায়ে যদি হাত পরে তাকে আমি ছেড়ে কথা বলব না। গতবার আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল। অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এবার কেউ আসলে হিসাব বরাবর করে নেব।"

ইতিমধ্যেই এই বর্ষীয়ান তৃণমূল প্রার্থীর মন্তব্য ঘিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এমনকী কমিশনে তাঁর প্রার্থী পদ বাতিলেরও আবেদন করা হবে বলে জানিয়েছেন কল্যাণ বন্দ্যোাপাধ্যায়ের প্রাক্তন জামাই বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু।