সংক্ষিপ্ত
প্রথমে বড়মায়ের মাটির মূর্তিতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর যান বড় মায়ের নবনির্মিত মন্দিরে। সেখানে সেখানে প্রতিমা দর্শম করেন তিনি।
নৈহাটির জাগ্রত বড় মা-এর দরবারে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার দুপুরে নৈহাটির বড়মা-এর মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতা ও কর্মীরা। ছিলেন তাপস রায় ও অর্জুন সিংএর মত প্রভাবশালী নেতারা। অভিষেককে ঘিরে ছিল কড়া নিরাপত্তা।
এদিন প্রথমে বড়মায়ের মাটির মূর্তিতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর যান বড় মায়ের নবনির্মিত মন্দিরে। সেখানে সেখানে প্রতিমা দর্শম করেন তিনি। মন্দিরে বসে পুজো দেন। সেই সময় তাঁর পাশে ছিলেব তৃণমূল নেতা তাপস রায়। এদিন অভিষেকের সফরসঙ্গী ছিলেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক। এদিন মন্দির চত্ত্বরে তৃণমূলের কর্মীদেরও ভিড় ছিল। অভিষেকের নিরাপত্তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যদিও এই মন্দির উদ্বোধনের দিনই অভিষেকের আসার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে সেই দিন তিনি নৈহাটি থাকতে পারেননি।
রাজ্যে যে সমস্ত জায়গায় কালীপুজো বিখ্যাত তার মধ্যে অন্যতম ব্যারাকপুর মহকুমা নৈহাটি কালীপুজো।এখানকার বড় মায়ের কালী পুজোর খ্যাতি নাম রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরে। ১০০ বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে।এখানে মা এর বিশাল রূপ দেখতে ও পুজো দিতে হাজার হাজার মানুষ আসেন। কথিত আছে ধর্ম যার যার নৈহাটির বড় মা সবার। এখানে এসে মা এর কাছে পুজো দিলে মন কামনা পুরণ হয় বলে লোক মুখে প্রচলিত রয়েছে।
তবে অন্যান্য বারের তুলনায় এবার বড় মায়ের পুজো একটু বেশি বিশেষ। কারন এতো দিন শুধু কালি পুজোতে মাটির মূর্তি গড়ে পুজো করা হতো । আর বছরের বাকি দিন মায়ের ফটো তেই পুজো করা হতো।এই বছর মায়ের নতুন মন্দির তৈরি করে কস্টি পাথরের মূর্তি বসিয়ে শুরু হয়েছে পূজার্চনা। এই নতুন মন্দির তৈরি হতেই ভক্তদের ঢল নেমেছে বড় মায়ের মন্দিরে। কালি পুজোর আগেই ভক্তরা আসছেন পুজো দিতে।
নৈহাটি বাসিন্দা ভবেশ চক্রবর্তী কালি পুজো তে কৃষ্ণ নগরের বড় বড় বড় কালি পুজো দেখে নৈহাটি তে এমন পুজো প্রচলন করেন আর তার পর থেকেই বড় মায়ের পুজো চলে আসছে। এই বিষয়ে নৈহাটি পৌর প্রধান বলেন এবার ৫২ ফুটের বড় মায়ের মূর্তি গড়ে কালী পুজো করা হবে।
আরও পড়ুনঃ
গাজার সবথেকে বড় হাসপাতাল আল শিফা টার্গেট ইজরায়েলের, এখানে লুকিয়ে হামাস জঙ্গিরা
এথিক্স কমিটির বিতর্কের মধ্যেই গুরুত্ব দায়িত্ব মহুয়ার , কৃষ্ণনগর জেলার প্রধান করল তৃণমূল