হাসপাতালে চাকরির নামে এক মহিলাকে দিঘায় দুই রাত কাটানোর কুপ্রস্তাব দিয়েছেন এক তৃণমূল নেতা। মহিলার সাথে নেতার এই কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। অভিযুক্ত নেতা বিষয়টি ব্যক্তিগত বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
হাসপাতালে চাকরির নামে কুপ্রস্তাব দিলেন এত তৃণমূল নেতা। একেবারে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলেন তিনি। কোনও একটি হাসপাতালে চাকরির নাম করে এমন প্রস্তাব দিলেন তৃণমূল নেতা। ভাইরাল হল সেই অডিও।
অডিও-তে শোনা যাচ্ছে মহিলা বলছেন, তাঁর একটা কাজের প্রয়োজন। তাঁকে একটা কাজ জোগার করে দিতে। বদলে তৃণমূল নেতা তাঁকে দিঘায় ২ রাত ২ দিন শোওয়ার প্রস্তাব দিয়েছে বলে অভিযোগ।
ভাইরাল হওয়া কথোপকথনে মহিলা বলছেন, হাসপাতালে কী করতে হবে? উল্টোদিকে সেই নেতা বলেন, কী করতে হবে, সেটা কী করে বলব, আগে কাজে ঢুকতে হবে। তখন মহিলা বলেন, একটা কাজ দাও। তখন মহিলা আবার হলেন একটা কাজ দাও। কী করতে হবে বলো। উত্তরে নেতা বলেন ২ রাত ২দিন…।
পরে আবার ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, কাজের জন্য না। এমনি অনেকদিন থেকে যাব যাব করছি।
যদিও এই অডিও কল নিয়ে ওই তৃণমূল নেতা মুখ খুলতে চাননি। বারবার প্রশ্ন করায় তিনি বলেছেন, পার্সোনাল বিষয় নিয়ে কিছু বলা যায় নাকি। এই অডিও মুহূর্ত ভাইরাল হয়েছে। এমন ঘটনার খবর মেলে প্রায়শই। এবার মিলল প্রমাণ। কাজের নামে মহিলাকে কুপ্রস্তাব দিলেন তৃণমূল নেতা।
এই প্রসঙ্গে ওই ব্লকের আরও এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা বলেন, যদি এই ধরনের কোনও ঘটনা ঘটে, তাহলে দল থেকে তাঁকে আগে সাসপেন্ড করা উচিত। তারপর তদন্তে যদি সঠির তথ্য উঠে আসে তাহলে আইনগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওযা উচিত। এই প্রসঙ্গে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, তৃণমূল কংগ্রেস নারীদের নিরাপত্ত চাই বলছে, এভাবে কাজের জন্য কুপ্রস্তাব দিচ্ছে। তৃণমূলের সংস্কৃতি লজ্জাজনক।
