মামলার তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম বক্সি। তিনি SIR নিয়ে সরাসরি নিশানা করেছেন বিজেপিকে। মুখে কাদা মাখিয়ে দেওয়ার কথা বললেন তৃণমূল নেতা।
SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হবে মঙ্গলবার থেকে। SIR-এর প্রবল বিরোধী তৃণমূল কংগ্রেস। প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ঘাসফুল শিবিরের একাধিক নেতা SIR নিয়ে কখনও নিশানা করেছেন নির্বাচন কমিশনকে, কখনও বিজেপিকে। কখনও আবার SIR কর্মী বা বিএলওদের। এবার সেই তালিকায় নতুন নাম যুক্ত হল। মামলার তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম বক্সি। তিনি SIR নিয়ে সরাসরি নিশানা করেছেন বিজেপিকে।
তৃণমূল কংগ্রেস নেতার মন্তব্য
SIR চলাকালীন বেলাগাম জেলা তৃণমুলের জেলা সভাপতি। বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। মালদার সামসীতে তৃণমূলের BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক আব্দুর রহিম বক্সি। বক্তব্য রাখতে তিনি বলেন__ আমার বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশী নেই। ভোটার তালিকায় একশো শতাংশ নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুড়ে মারব। এমনকি মুখে কাদা মাখাব। এসআইআর প্রাক্কালে বিজেপি তীব্র আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি।
যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে লাভলি খাতুনের প্রসঙ্গে টেনে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিজেপি। উল্লেখ্য, দুদিন বাদেই আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলএ-২। রবিবার মালতীপুর বিধানসভার ২৪৫ জন বিএলএ-২ দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন,ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়।সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে হুমকি ছুড়েন জেলা তৃণমূল সভাপতি।
অন্যদিকে মঙ্গলবার SIRআর শুরু হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএলও-দের কাজ করতে হবে। আর সেই দিনই পথে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় মঙ্গলবার SIR -এর প্রতিবাদে কলকাতায় মিছিল করবে। গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে জোড়াসাঁকোতে।

